My Home Group: পরিবেশরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সম্মানিত মাই হোম গ্রুপ, জিতল ৩টি পুরস্কার

My Home Group: মাই হোম গ্রুপের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট বেণুগোপাল রাও বলেন, এই পুরস্কারগুলি মাই হোম গ্রুপের প্রচেষ্টার ফল। পুরস্কারগুলি পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের প্রতি গ্রুপের যে প্রচেষ্টা, তাকে আর উৎসাহিত করবে। মাই হোম গ্রুপকে পুরস্কৃত করার জন্য ইনফ্রাস্ট্রাকচার স্কিল ডেভেলপমেন্ট অ্যাকাডেমিকে ধন্যবাদ জানান তিনি।

My Home Group: পরিবেশরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সম্মানিত মাই হোম গ্রুপ, জিতল ৩টি পুরস্কার
তিনটি পুরস্কার পেল মাই হোম গ্রুপImage Credit source: TV9 Network

Jun 18, 2025 | 1:51 PM

নয়াদিল্লি: রিয়েল এস্টেট ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে মাই হোম কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে সংস্থার। মাই হোম কনস্ট্রাকশন প্রাইভেট এখনও পর্যন্ত নানা পুরস্কার জিতেছে। এবার এই গ্রুপের মুকুটে সাফল্যের আরও পালক যোগ হল। ইনফ্রাস্ট্রাকচার স্কিল ডেভেলপমেন্ট অ্য়াকাডেমি (ISDA) প্রদত্ত ইনফ্রাকন জাতীয় পুরস্কার ২০২৫-এর ৩টি পুরস্কার জিতল মাই হোম গ্রুপ।

মাই হোম গ্রুপ সেরা এইচএসই (স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ) এবং সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক, পরিচালনা) বিভাগে স্বর্ণ এবং প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে। মাই হোম গ্রুপের এইচএসই প্রধান ডিবিভিএসএন রাজু নির্মাণ, সুরক্ষা প্রধান বিভাগে স্বর্ণপদক পান। কোকাপেটায় নির্মীয়মাণ গ্রেভা বিজনেস পার্ক প্রকল্পটি সেরা এইচএসই প্রকল্পের জন্য প্ল্যাটিনাম পুরস্কার জিতেছে।

প্রকল্পটি গ্রিন বিল্ডিং এবং সাসটেইনেবিলিটি বিভাগে আরও দুটি পুরস্কার পেয়েছে। দুটি বিভাগেই পেয়েছে স্বর্ণ পুরস্কার। এই অনুষ্ঠানে মাই হোম গ্রুপের প্রজেক্ট ও সাসটেইনেবিলিটির অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট এস বেণুগোপাল রাও মাই হোম গ্রুপের গ্রিন বিল্ডিং এবং সাসটেইনেবিলিটি ডেভেলপমেন্টের উপর একটি প্রেজেন্টেশনও তুলে ধরেন।

প্রেজেন্টেশনের মাধ্যমে মাই হোম গ্রুপের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট বেণুগোপাল রাও গ্রিন ভিশন, সাসটেইনেবিলিটি রোড ম্যাপ, পর্যায়ক্রমে উন্নয়ন পরিকল্পনা এবং বছরে লক্ষ্যের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, এই পুরস্কারগুলি মাই হোম গ্রুপের প্রচেষ্টার ফল। পুরস্কারগুলি পরিবেশ এবং টেকসই উন্নয়নের প্রতি গ্রুপের যে প্রচেষ্টা, তাকে আর উৎসাহিত করবে। মাই হোম গ্রুপকে পুরস্কৃত করার জন্য ইনফ্রাস্ট্রাকচার স্কিল ডেভেলপমেন্ট অ্যাকাডেমিকে ধন্যবাদ জানান তিনি।