Rajasthan Child Death: একদিনে পরপর সাত শিশুর মৃত্যু, কোল্ড ড্রিংক খাওয়াটাই কি কাল হল?
Rajasthan Child Death: রহস্যজনক অসুস্থতার কারণে রাজস্থানের শিরোহী গ্রামে মৃত্যু হয়েছে একাধিক শিশুর। মৃত্যু কারণ এখনও স্পষ্ট নয়।
রাজস্থান : রহস্যজনকভাবে মৃত্যু হল পরপর সাত শিশুর। স্থানীয়ভাবে তৈরি একটি পানীয় তারা খেয়েছিল বলে জানা গিয়েছে। আর তারপরই তারা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজনকে। পরে সাত শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ রয়েছে আরও কয়েকজন। রাজস্থানের সিরোহী গ্রামের ঘটনা। বৃহস্পতিবার ওই সাত শিশুর মৃত্যুর খবর পেয়েই তৎপর হয় প্রশাসন। ঘটনাস্থলে পাঠানো হয় মেডিক্যাল টিম। কেন ওই পানীয় খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ল শিশুরা? কী ছিল ওই পানীয়তে? তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর সঠিক কারণও এখনও স্পষ্ট নয় চিকিৎসকদের সামনে।
পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসকেরা জানতে পারেন ওই পানীয়ের কথা। প্যাকেটজাত সেই পানীয় পান করেছিল শিশুরা। বুধবার রাতে পানীয় খাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে তারা। পরিবারের সদস্যদের দাবি ওই পানীয়ই সম্ভবত মৃত্যুর কারণ। পানীয়ের নমুনা সংগ্রহ করেছে মেডিক্যাল টিম। এলাকার যে সব দোকানে সেই পানীয় বিক্রি হয় সেই সব দোকানে গিয়ে মালিকদের সঙ্গে কথাও বলছেন চিকিৎসকেরা।
এই ঘটনার পর রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী প্রসাদি লাল মীনা জানান, এই সব ঘটনার পর খতিয়ে দেখা গিয়েছে, কোনও ভাইরাস সংক্রমণেই মৃত্যু হয়েছে তাদের। পানীয় কোনও কারণ নয় বলেই জানিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, কালেকটরের সঙ্গে কথা বলেছেন তিনি। গ্রামে গিয়ে সার্ভে করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। জয়পুর ও যোধপুর থেকে ওই এলাকায় টিম পাটানো হয়েছে। পরে স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, প্রত্যেক শিশুর মৃত্যুর কারণ আলাদা করে খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের একই কারণে মৃত্যু নাকি আলাদা আলাদা কারণ রয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। আপাতত ওই গ্রামে চিকিৎসকদের একটি টিম রাখা হয়েছে। তাঁরা প্রতি মুহূর্তে নজর রাখছেন। গ্রামে কোনও ভাইরাস ছড়িয়েছে কি না, সে দিকেও খেয়াল রাখা হচ্ছে।
আরও পড়ুন : Narendra Modi: জেলায় জেলায় মেডিক্যাল কলেজ, রেকর্ড সংখ্যায় চিকিৎসক তৈরি করবে কেন্দ্র: মোদী