Modi on C P Radhakrishnan: ‘তখন আমাদের মাথার চুল কালো…’, আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী মোদী

C P Radhakrishnan: সি পি রাধাকৃষ্ণনের জীবনযাত্রা, সাধারণ পরিবার থেকে তাঁর উঠে আসা, তাঁর রাজনৈতিক জীবন সহ সমস্ত কথাই এদিন এনডিএ সদস্যদের সামনে উল্লেখ করেন মোদী।

Modi on C P Radhakrishnan: তখন আমাদের মাথার চুল কালো..., আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী মোদী
Image Credit source: PTI

Aug 20, 2025 | 9:57 PM

নয়া দিল্লি: উপ রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন এনডিএ সমর্থিত প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। এবার এনডিএ-র বৈঠকে আনুষ্ঠানিকভাবে সেই প্রার্থীর পরিচয় দিলেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে সংসদ ভবনের লাইব্রেরি বিল্ডিং-এ ছিল সেই বৈঠক। সেখানে সি পি রাধাকৃষ্ণনের পরিচয় দিতে গিয়ে রীতিমতো নস্টালজিক হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

চার দশক ধরে রাধাকৃষ্ণনের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা এদিন তুলে ধরেন মোদী। সে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের বন্ধুত্ব সেই সময় থেকে, যখন আমাদের দুজনেরই মাথার চুল কালো ছিল।’

সি পি রাধাকৃষ্ণনের জীবনযাত্রা, সাধারণ পরিবার থেকে তাঁর উঠে আসা, তাঁর রাজনৈতিক জীবন সহ সমস্ত কথাই এদিন এনডিএ সদস্যদের সামনে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, কীভাবে রাজ্যপাল হিসেবে সততার সঙ্গে কাজ করেছেন রাধাকৃষ্ণন।

মোদী বলেন, “উনি একেবারে সাধারণ পরিবার থেকে এসেছেন। তিনি কখনই রাজনৈতিক খেলায় থাকবেন না।” এদিনই এক্স মাধ্যমে একটি পোস্ট করে মোদী লিখেছেন, উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রাধাকৃষ্ণনকে ঘিরে যে উৎসাহ চোখে পড়েছে, তাতে আমি খুশি।”

এই বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, প্রধানমন্ত্রী বিরোধী সহ সবার কাছে আর্জি জানিয়েছেন যাতে সবাই রাধাকৃষ্ণনকে সমর্থন করেন।