Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: মঞ্চে ৬ শক্তি আম্মাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী, করলেন শক্তি শব্দের ব্যাখ্যা

Narendra Modi: মোদী ব্যাখ্যা করেন, তামিলনাড়ুতে শক্তি বলতে বোঝায় দৈবশক্তি। মারিয়াম্মান, মাদুরাই মীনাক্ষীআম্মান, কাঞ্চি কামাক্ষিআম্মার মতো দেবীদের বোঝাতে শক্তি শব্দটা ব্যবহার করা হয়। তিনি আরও উল্লেখ করেন, জাতীয় কবি সুব্রহ্মণ্য ভারতী মা-কে বোঝাতে শক্তি কথাটা ব্যবহার করেছেন।

Narendra Modi: মঞ্চে ৬ শক্তি আম্মাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী, করলেন শক্তি শব্দের ব্যাখ্যা
তামিলনাড়ুতে নরেন্দ্র মোদীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Mar 19, 2024 | 6:39 PM

তামিলনাড়ু: জনসভায় ৬ শক্তি আম্মাদের অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর সালেমে মঙ্গলবার জনসভায় যোগ দিয়েছিলেন মোদী। সেখানেই তাঁর মঞ্চে উপস্থিত হন ১১ জন শক্তি আম্মা। একদিকে যখন কংগ্রেস তথা রাহুল গান্ধী যখন আক্রমণ করতে গিয়ে ‘শক্তি’  শব্দের ব্যবহার করেছেন, তখন বিজেপির এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিনের সভা থেকে বিরোধী জোট তথা ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আক্রমণ শানান নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশ্য ভাল নয় বলেই মন্তব্য করেন তিনি। মোদী আরও বলেন, কংগ্রেস বারবার হিন্দুত্বকে আক্রমণ করে। অন্য কোনও ধর্মকে নিশানা করে না কখনও। তিনি আরও বলেন, “হিন্দু ধর্মের বিশ্বাস নিয়ে বারবার আক্রমণ করেছে কংগ্রেস। বারবার বিশ্বাসের বিরুদ্ধে মন্তব্য করেছে।”

এদিন প্রধানমন্ত্রী উল্লেখ করেন, হিন্দু ধর্মে শক্তি বলতে বোঝায় ‘নারী শক্তি’ বা ‘মাতৃ শক্তি’। এ তাঁর দাবি, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে কংগ্রেস ও ডিএমকে সেই শক্তিকে শেষ করে দেবে।

মোদী আরও ব্যাখ্যা করেন, তামিলনাড়ুতে শক্তি বলতে বোঝায় দৈবশক্তি। মারিয়াম্মান, মাদুরাই মীনাক্ষীআম্মান, কাঞ্চি কামাক্ষিআম্মার মতো দেবীদের বোঝাতে শক্তি শব্দটা ব্যবহার করা হয়। তিনি আরও উল্লেখ করেন, জাতীয় কবি সুব্রহ্মণ্য ভারতী মা-কে বোঝাতে শক্তি কথাটা ব্যবহার করেছেন। প্রধানমন্ত্রী সব শেষে বলেন, ‘কেউ শক্তি নিয়ে কোনও কথা বললে, তাকে শেষ করে দেবে তামিলনাড়ু। আমি একজন শক্তির উপাসক।’

উল্লেখ্য, সম্প্রতি ‘শক্তি’ নিয়ে একটি মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তা নিয়েই ছড়িয়েছে বিতর্ক। বিজেপির সঙ্গে তুলনা করে রাহুল বলেছেন, হিন্দু ধর্মে একটা শক্তি আছে। আর আমরা এক শক্তির বিরুদ্ধে লড়াই করছি।