নয়া দিল্লি: বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার নয়া দিল্লির পার্লামেন্ট কমপ্লেক্সে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান দলের সাংসদরা। সদ্য শেষ হওয়া তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সাংসদরা। ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডের বিধানসভা ভোটে জয়ের জন্য মোদীকে শুভেচ্ছা জানান তাঁরা। সূত্রের খবর, একের পর এক রাজ্যে বিজেপির জয়ে দলকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। সূত্রের দাবি, নরেন্দ্র মোদী বার্তা দেন, বিজেপি যেভাবে একের পর এক রাজ্যে জিতছে তাতে রাজনৈতিক পরিস্থিতিও পাল্টাচ্ছে। এরফলে বিজেপির উপর বিরোধীদলগুলির আক্রমণও বাড়বে বলেও মন্তব্য করেন নমো। সূত্রের খবর, দলীয় নেতাদের কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকারও বার্তা দেন তিনি।
In BJP parliamentary party meet, PM Modi asks leaders to be ready for a “strong fight”
Read @ANI Story | https://t.co/uakCH5d6t1#BJP #parliamentarymeeting #PMModi pic.twitter.com/iFtsPMGVQL
— ANI Digital (@ani_digital) March 28, 2023
Prime Minister Narendra Modi has said asked all MPs to visit their constituencies* on the completion of 9 years of BJP govt in power, from 15th May to 15th June. MPs have been asked to campaign in their constituencies* through any mode: Union Minister Arjun Ram Meghwal
— ANI (@ANI) March 28, 2023
সূত্রের খবর, এদিনের বৈঠকে দলীয় নেতাদের আরও শক্তি বাড়ানোর নির্দেশ দেন নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের মতে, যেভাবে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা এক জোট হচ্ছে, বিশেষ করে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর যেভাবে বিভিন্ন বিরোধী দল এককাট্টা হচ্ছে, তাতে শাসকদলকে যে আরও অনেক বেশি শক্তিমান হতে হবে তা বলাই বাহুল্য। সংসদে যেমন কংগ্রেস সাংসদরা সোচ্চার হচ্ছেন। একইভাবে দেখা গিয়েছে, সোমবার বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বিরোধীদের বৈঠকে প্রায় সব রাজনৈতিক দলই প্রতিনিধি পাঠিয়েছেন। এই পরিস্থিতিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
একইসঙ্গে এদিনের বৈঠকে একাধিক কর্মসূচি পালনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সামাজিক ন্যয় বিচার সপ্তাহ পালনের নির্দেশ দিয়েছে। বিজেপির প্রতিষ্ঠা দিবস থেকে বাবাসাহেব অম্বেদকর জয়ন্তী পর্যন্ত সকল সাংসদের নিজ নিজ এলাকায় প্রচার চালানো উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত সরকারের ৯ বছর পূর্ণ হলে সরকারের গুরুত্বপূর্ণ সব কাজ জনগণের কাছে পৌঁছনোয় জোর দিতে বলা হয়।