
জ্যোতির্ময় কর্মকার ও শ্রাবন্তী সাহা : বাংলার এসআইআর ইস্যুতে ফের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। পদবীর রকমফেরে বিভ্রাট তৈরি হচ্ছে। প্রধান বিচারপতির এজলাসে এই ইস্যু তুলে ধরা হয়েছে। প্রতিদিন এভাবে নতুন করে আবেদন হওয়ায় বিরক্ত প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, “রোজ নতুন করে আইএ ফাইল হচ্ছ, আসলে গোটা প্রক্রিয়াটাকে আটকে দেওয়ার চেষ্টা।”
এদিন আইনজীবী উল্লেখ করেন, “লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে সমস্যা এখনও মেটেনি। কারণ বাংলায় পদবীর তফাতে সমস্যা তৈরি হচ্ছে। যেমন- মুখার্জী ও মুখোপাধ্যায়। আধারও গ্রহণ করা হচ্ছে না।” বাংলার এসআইআর (SIR) নিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী। প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, আগামী ৩ ফেব্রুয়ারি অর্থাৎ পূর্বনির্ধারিত তারিখেই হবে বাংলার এসআইআর মামলার শুনানি।
এদিকে, এসআইআর নিয়ে নতুন মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী। আইনজীবীর প্রশ্ন, কেন এই স্পেশাল রিভিশন হচ্ছে, তার কোনও ব্যাখ্যা নেই। এই রিভিশন করতে হলে নির্দিষ্ট কারণ দর্শাতে হয়। সেই তথ্য বা নথি কোথায়? কারণ তেমন কোনও নথি এতদিনেও কোথাও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ।
এর আগে আবেদনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ইস্যুতে আবেদন করেন। তথ্য জানার অধিকার আইনে এই তথ্য জানতে চান তিনি। কিন্তু তারপরেও কমিশন কোনও তথ্য বা নথি না দেওয়ায় আজ মামলার আবেদন করা হয় হাইকোর্টে। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।