
আহমেদাবাদ: ৪৮ ঘণ্টা আগেই বিয়ে হয়েছে। হাতের মেহন্দি পর্যন্ত শুকোয়নি। মন খারাপ করেই স্বামীকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু, সেটাই যে তাঁর স্বামীকে শেষ বিদায় জানানো হবে, তা বোধহয় কল্পনাও করতে পারেননি বছর ছাব্বিশের ইশা মহেশ্বরী। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানে মৃতদের তালিকায় রয়েছেন তাঁর স্বামী ভাবিকও।
লন্ডনে থাকতেন বছর ছাব্বিশের ভাবিক। ১০ দিন ভদোদরার বাড়িতে এসেছিলেন বিয়ের জন্য। ১০ জুন তাঁদের বিয়ে হয়। ২ দিন পরই লন্ডন ফিরে যাওয়ার বিমান ধরেন ভাবিক। এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত এই বিমানের যাত্রী ছিলেন তিনি। সিট নম্বর ২৬এফ।
বিমান দুর্ঘটনার খবর পেয়েই আতঙ্কে বুক কেঁপে উঠেছিল ইশার পরিবারের। দুর্ঘটনায় ভাবিকের মৃত্যুর খবর পেয়েই জ্ঞান হারান ইশা। শোকে বাকরুদ্ধ তিনি। তাঁর হাতে এখনও মেহন্দি উঠেনি। ইশার এক কাকিমা বলেন, “ইশার তো এখনও মেহন্দিই শুকোয়নি।” হাসপাতালে ভাবিকের মৃতদেহ নিতে অপেক্ষা করছে ইশার পরিবার।
অভিশপ্ত ওই বিমানে লন্ডন যাচ্ছিলেন বছর সাতাশের পূজা ও তাঁর স্বামী হরশিত। পূজা অন্তঃসত্ত্বা ছিলেন। বোন ও ভগ্নিপতির দেহ নিতে সিভিক হাসপাতাল ক্যাম্পাসে অপেক্ষা করছেন পূজার দাদা নৌতিক মাতে ও বৌদি শিবাঙ্গী। কয়েকমাস পর মামা হওয়ার কথা ছিল। এখন বোনের মৃতদেহের জন্য অপেক্ষা করতে করতে কেঁদে চলেছেন নৌতিক।
এদিকে, এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের একটি ব্ল্যাকবক্স এদিন পাওয়া গিয়েছে। মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদ থেকে ব্ল্যাকবক্সটি পাওয়া গিয়েছে। এই হস্টেলেই এয়ার ইন্ডিয়ার বিমানটি গতকাল ভেঙে পড়েছিল। ব্ল্যাকবক্স উদ্ধার হওয়ার দুর্ঘটনার কারণ সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।