Kashmir Terror Attack Alert: কাশ্মীরে ফের জারি জঙ্গি হামলার হাই এলার্ট! এবার টার্গেট কোথায়?

Kashmir Terror Attack Alert: NIA সহ ভারতের একাধিক গোয়েন্দা সংস্থার তরফ থেকে জারি করা হয়েছে জঙ্গি হামলার সতর্কতা। সূত্রের খবর বৈসরন উপত্যকায় যে হামলা ১০দিন আগে হয়েছে, তা সামগ্রিক পরিকল্পনার একটা অংশ মাত্র।

Kashmir Terror Attack Alert: কাশ্মীরে ফের জারি জঙ্গি হামলার হাই এলার্ট! এবার টার্গেট কোথায়?
Image Credit source: PTI

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

May 02, 2025 | 3:33 PM

পহেলগাঁও হামলার ঘা এখনও দগদগে। চলছে সেই হামলার তদন্ত। যদিও হামলাকারীদের জঙ্গিদের কেউই এখনও ধরা পড়েনি। তবে তার মধ্যেই ফের আশঙ্কার কালো মেঘ। জম্মু-কাশ্মীরে ফের জারি জঙ্গি হামলার হাই এলার্ট। জাতীয় সড়কে জঙ্গি হামলার জন্য জারি করা হয়েছে হাই এলার্ট।

জানা যাচ্ছে NIA সহ ভারতের একাধিক গোয়েন্দা সংস্থার তরফ থেকে জারি করা হয়েছে জঙ্গি হামলার সতর্কতা। সূত্রের খবর বৈসরন উপত্যকায় যে হামলা ১০দিন আগে হয়েছে, তা সামগ্রিক পরিকল্পনার একটা অংশ মাত্র। বর্তমানে পাওয়া সূত্রের খবর অনুসারে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক সহ একাধিক বড় জাতীয় সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তার উপরে হামলার পরিকল্পনা রয়েছে। সেই কারণেই নিরাপত্তার খাতিরে ইতিমধ্যেই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে কিছু দূর অন্তর অন্তর মোতায়েন করা হয়েছে সিআরপিএফ জওয়ান। বিভিন্ন জায়গায় নাকা পোস্ট তৈরি করে চলছে চেকিং। চেকিংয়ের দায়িত্বে রয়েছে কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। চলছে বিভিন্ন ধরনের চেকিং। কুকুর দিয়ে, মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। চলছে সব গাড়ি এবং বাইকের চেকিংও। সব মিলিয়ে জম্মু-কাশ্মীরে এই মুহূর্তে নিরাপত্তার আঁটসাঁট বলয়ে ঘিরে ফেলা হয়েছে। উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি।

প্রসঙ্গত, বলে রাখা ভাল, ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে NIA। দু’দিন আগেই গোটা ঘটনার ৩ডি ম্যাপিং করা হয়। আজকে ফের একবার বৈসরনে ঘটনা স্থলে যাচ্ছে তদন্তকারী দল। জানা যাচ্ছে, আজ GIS বা জিওগ্রাফিকাল ইনফরমেশন সিস্টেমের সাহায্যে ওই এলাকায় বেশ কিছু তথ্য প্রমাণ তাঁরা সংগ্রহ করতে চান। এমনকি যে সময়ে ঘটনাটি ঘটে ওই সময়কেই নির্বাচন করা হয়েছে তথ্য প্রমাণ জোগার করার জন্য। কতটা পরিধির মধ্যে, কতজন মানুষ থাকলে এই ঘটনা ঘটানো সম্ভব তাই বুঝতে চাইছেন গোয়েন্দারা। পরবর্তীতে তাঁরা কোন পথে পালিয়ে যেতে পারেন, তা খতিয়ে দেখতীবং নিশ্চিত হতেই এই প্রযুক্তির ব্যবহার বলে জানা যাচ্ছে। এখনও অবধি হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে তদন্ত করে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তার সঙ্গে তদন্তের তথ্য প্রযুক্তিগত ভাবে মিলিয়ে আরও নিশ্চিত হতে চাইছে তদন্তকারীরা। কী ভাবে কোথায় পালিয়ে গেল তাও খোঁজার চেষ্টায় রয়েছে গোয়েন্দারা।