Tahawwur Rana: দাউদের ‘সন্ধানে’ NIA! রানার কল-রেকর্ডিংয়ে লুকিয়ে ঠিকানা?
Tahawwur Rana: শনিবার দ্বিতীয় পর্বের জেরা চলে রানার সেলে। গোটা হামলার নেপথ্যে কাদের কাদের হাত রয়েছে? কতটা অঙ্ক কষেই বা এই হামলার ছক তৈরি হয়েছিল? সব প্রশ্নের উত্তর খুঁজতে রানাকেই ঘেরাও করেন তদন্তকারীরা।

নয়াদিল্লি: মুম্বই হামলার নেপথ্যে যে দাউদ ইব্রাহিমের হাত রয়েছে, এমন অভিযোগ উঠে এসেছে হামেশাই। রানাকে হাতে পেতেই এবার সেই দাউদের ‘সন্ধানেই’ নেমে পড়েছে NIA তদন্তকারীরা।
শনিবার দ্বিতীয় পর্বের জেরা চলে রানার সেলে। গোটা হামলার নেপথ্যে কাদের কাদের হাত রয়েছে? কতটা অঙ্ক কষেই বা এই হামলার ছক তৈরি হয়েছিল? সব প্রশ্নের উত্তর খুঁজতে রানাকেই ঘেরাও করেন তদন্তকারীরা। এমনকি, তার সঙ্গে দাউদের কী সম্পর্ক রয়েছে সেই নিয়েও চলে প্রশ্নোত্তর পর্ব।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, রানার সঙ্গে দাউদের যোগ খুঁজতে ইতিমধ্যে কয়েক ডজন ফোনালাপ ঘেঁটে দেখছে NIA তদন্তকারীরা। সেই বেশির ভাগ কল রেকর্ডিংই রানার আরও এক সতীর্থ ডেভিড হেডলির সঙ্গে। তবে NIA-এর বিশ্বাস এই দু’জনের ফোনালাপের মধ্যে দিয়ে মিলবে মুম্বই হামলায় দাউদের-যোগ পাবে তারা। সেই কল রেকর্ডিং গুলির সঙ্গে রানার কণ্ঠ মেলাতে ইতিমধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে।
তবে রানাকে জেরায় দাউদের খোঁজ না মিললেও, দুবাই-যোগ মিলেছে বলে জানা গিয়েছে NIA তরফে। মুম্বই হামলার আগে হেডলির অনুরোধে দুবাইয়ে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রানা। তদন্তকারীদের অনুমান, সেই ব্যক্তিই হয়তো দাউদের কোনও সঙ্গী বা ডি-কোম্পানির সঙ্গে তার কোনও যোগাযোগ রয়েছে। এমনকি, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে রানার কীভাবে যোগাযোগ সেই পথ খুঁজতেও উদ্য়ত্ত হয়েছে তারা।





