
নয়াদিল্লি: ভারত-কন্যা কি রেহাই পাবে? ইয়েমেনে কেরলের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের ঘোষণা। তারপর থেকেই সেই দিকে চেয়ে রয়েছে গোটা দেশ। আদৌ কি কোনও ভাবে বাঁচবে প্রাণ? শাস্তি থেকে রেহাই পাবে ভারত-কন্যা? সরকার পক্ষ, এমনকি ধর্মীয় গুরুরাও সেদেশে আলোচনা চালাচ্ছেন। কিন্তু সমাধান এখনও অধরা।
এর মাঝেই আবার সোমবার মধ্যরাত থেকে ছড়িয়ে পড়ল নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড নাকি বাতিল করে দিয়েছে ইয়েমেনের সরকার। কিন্তু এই দাবি কে করলেন? নিমিশাকে প্রথম থেকে সহযোগিতা করা সেই ধর্মীয় গুরু। দেশের গ্র্য়ান্ড মুফতির মুসলিয়ার বললেন, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড সরকারি ভাবে বাতিল করেছে ইয়েমেন।
এই প্রসঙ্গে সংবাদসংস্থা ANI-কে গ্র্য়ান্ড মুফতি জানান, ‘ইয়েমেনের রাজধানী সানায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড বাতিলে রাজি হয় ইয়েমেন সরকার।’ কিন্তু এক মেরুতে রাতে অন্ধকার চিরে সূর্যের আলো প্রবেশ করতেই অন্য মেরুতে বন্দি থাকা নিমিশার জীবনেও যেন ফেলে আসা অন্ধকার ফিরে আসে।
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, তাদের নয়াদিল্লির সাউথ ব্লক বা বিদেশমন্ত্রকের এক গোপন সূত্র জানিয়েছে যে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড বাতিল করা হয়নি। এই খবর ভুয়ো। সেই সূত্র তাদের জানিয়েছে, ‘নিমিশা প্রিয়া মামলা সম্পর্কে ছড়িয়ে পড়া খবর মোটেই সত্য নয়।’