Nityanand Rai: ‘কলপাড়ের’ ঝগড়ায় হাতে উঠল বন্দুক, প্রাণ গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভাগ্নের

Avra Chattopadhyay |

Mar 20, 2025 | 6:23 PM

Nityanand Rai: বিশ্বজিৎ ও জয়জিতের সঙ্গে একটা পারিবারিক যোগাযোগ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের। দু'জনেই প্রতিমন্ত্রীর ভাগ্নে। কিন্তু বনিবনার অভাবে কার্যত একে অপরের মুখ দর্শন করত না তারা।

Nityanand Rai: কলপাড়ের ঝগড়ায় হাতে উঠল বন্দুক, প্রাণ গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভাগ্নের
প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই
Image Credit source: PTI

Follow Us

পটনা: একটা ঘরোয়া ঝগড়া। আর তাতেই প্রাণ গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভাগ্নের। ঘটনা বিহারের ভাগলপুরের। সেখানে চরম বিবাদ বাঁধল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আত্মীয়ের পরিবারের অন্দরে। দুই ভাই একজন জগজিৎ যাদব। অন্যজনের নাম বিশ্বজিৎ যাদব। জানা গিয়েছে, বাকবিতণ্ডা তুঙ্গে উঠলে দু’জনেই একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। তার ফলে জখম হয়ে মৃত্যু ঘটে বিশ্বজিতের। জখম হয় জয়জিৎ ও তাঁর মাও। তবে প্রাণরক্ষা পায় তাদের। আপাতত ভাগলপুরের হাসপাতালেই ভর্তি রয়েছে এই দুই।

জানা গিয়েছে, বিশ্বজিৎ ও জয়জিতের সঙ্গে একটা পারিবারিক যোগাযোগ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের। দু’জনেই প্রতিমন্ত্রীর ভাগ্নে। কিন্তু বনিবনার অভাবে কার্যত একে অপরের মুখ দর্শন করত না তারা।

কিন্তু সাধারণ ঘরোয়া ঝগড়া থেকে কীভাবেই বা এত বড় কাণ্ডটা ঘটে গেল? স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে বাড়ির কলের জল নিয়ে বচসা শুরু হয়েছিল দুই ভাইয়ের মধ্য়ে। আর তারই পরিণাম এই মৃত্যু। স্থানীয় এক বাসিন্দা জানাচ্ছেন, শুধু জল নয়, প্রতিদিনই নানাবিধ কারণে নিজেদের মধ্যে তাপ-উত্তাপ বজায় রাখতেন তারা। গতবছর একটি জমি নিয়ে হওয়া বিবাদের পর থেকেই তাদের মধ্যে তৈরি হয়েছে তিক্ততা। যার ফল আজ দেখল ভাগলপুর।

এই ঝগড়ায় কত রাউন্ড গুলি চলল সেই নিয়ে আপাতত তদন্তে নেমেছে পুলিশ, দাবি স্থানীয় থানার পুলিশ সুপার প্রেরণা কুমারীর। পাশাপাশি তার আরও দাবি, ‘দুই ভাইয়ের বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। আরেক ভাইয়ের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে মৃতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যও।’