Jammu Kashmir Terror Attack: পাকিস্তানকে পুরোপুরি বয়কটের দাবি আরসিবির প্রাক্তন ক্রিকেটারের
India vs Pakistan: এই টার্গেট কিলিংয়ের দায় স্বীকার করেছে টিআরএফ। যা পাকিস্তানের লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। পহেলগাঁওয়ের এই জঙ্গি হামলা নিয়ে সারা দেশ রাগে ফুঁসছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার কী বলছেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ পেরিয়ে গিয়েছে মাঝপথ। ক্রিকেট নিয়ে মেতে ছিল দেশ। কিন্তু হঠাৎ করে শোকের আবহ দেশজুড়েই। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৬ জন পর্যটক। ভূস্বর্গে ছুটি কাটাতে গিয়ে জঙ্গিদের গুলির নিশানায়। চারিদিকে শোকের আবহ। এই টার্গেট কিলিংয়ের দায় স্বীকার করেছে টিআরএফ। যা পাকিস্তানের লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। পহেলগাঁওয়ের এই জঙ্গি হামলা নিয়ে সারা দেশ রাগে ফুঁসছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার, পাকিস্তানের সঙ্গে ক্রিকেটের দিক থেকে অন্তত সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছেন।
সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে আরসিবির প্রাক্তন ক্রিকেটার তথা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বিরাট কোহলির সতীর্থ শ্রীবৎস গোস্বামী সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি পোস্ট করেছেন। পোস্টের সঙ্গে তাঁর লেখা, ‘এনাফ’। প্রচণ্ড ক্ষোভেরই যে বহিপ্রকাশ এ আর বলার অপেক্ষা রাখে না। শ্রীবৎস খোলা চিঠিতে লিখেছেন-চিঠির শিরোনাম ‘ক্রিকেটে পুরোপুরি একঘরে করা হোক’।
চিঠিতে তিনি লেখেন-যখন ভারতীয় বোর্ড এবং সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানে দল পাঠানো হবে না, অনেকেই মন্তব্য করেন খেলাধুলোর সঙ্গে রাজনীতি যেন না জড়ানো হয়। সত্যি কি? আমি অন্তত এই মন্তব্যকে সমর্থন করি না। নিরীহ ভারতীয়দের হত্যা করাটাই যেন ওদের জাতীয় খেলা। আর সেটাই যদি হয়, আমাদের জবাবটা ওদের ভাষাতেই দেওয়া উচিত। সেটা ব্যাটে-বলে জবাব নয়। এ বিষয়ে জিরো টলারেন্স অবস্থান হওয়া উচিত।
ENOUGH!!!! pic.twitter.com/1fF6XUhgng
— Shreevats goswami (@shreevats1) April 22, 2025
