বুধেও শুনানি হবে না হাইকোর্টে, রাত পোহালেই নারদ মামলার বল সুপ্রিম কোর্টে

ঋদ্ধীশ দত্ত |

May 25, 2021 | 4:24 AM

আগামী ২৬ ও ২৭ মে কোনও মামলা শুনবে না আদালত। ফলে শুক্রবারের আগে এই মামলার শুনানি হওয়ার কোনও সম্ভাবনা থাকল না।

বুধেও শুনানি হবে না হাইকোর্টে, রাত পোহালেই নারদ মামলার বল সুপ্রিম কোর্টে
অলংকরণ- অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: ‘বিশেষ কারণে’ মঙ্গলবার নারদ মামলার শুনানি করতে পারবেন না বলে জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। তার বদলে বুধবার, অর্থাৎ ২৬ মে মামলাটি ফের শুনবেন বলে জানান তিনি। যদিও সে গুড়ে আপাতত বালি। সোমবার রাতে কলকাতা হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে আগামী ২৬ ও ২৭ মে কোনও মামলা শুনবে না আদালত। ফলে শুক্রবারের আগে এই মামলার শুনানি হওয়ার কোনও সম্ভাবনা থাকল না।

যদিও মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে এই নারদ মামলার শুনানি হতে চলেছে। সূত্রের খবর, সকাল সাড়ে ১১ টায় এই মামলাটি শুনবে শীর্ষ আদালত। ভ্যাকেশন বেঞ্চের বিচারপতিদ্বয় বিনীত শরন এবং বিআর গাভাই মামলাটি শুনবেন। নারদকাণ্ডে অভিযুক্ত ৪ নেতাকে গৃহবন্দি করার নির্দেশের বিরুদ্ধে আবেদন জানিয়ে রবিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করে সিবিআই। যদিও সেই আবেদনে ১২ টি ত্রুটি থাকায় তা খারিজ করে নতুন করে মামলা দায়ের করতে বলা হয়। সেই মতো নতুন করে মামলা দায়ের করে সিবিআই।

আরও পড়ুন: ‘আমফানের থেকেও বেশি হবে ঝড়’, সতর্কতায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন মমতা

গত বছর রাজ্যে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশির মামলার শুনানি হচ্ছে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই। গোটা নারদ মামলার শুনানিও ঘরে বসেই করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। ইয়াসের সময় সার্ভারের সমস্যা হতে পারে যে কারণে ওই দু’দিন সমস্ত শুনানি বাতিল করা হয়েছে। যদিও তার ‘ব্যক্তিগত অসুবিধা’ থাকার কারণে এর আগেও একবার পিছিয়ে গিয়েছিল নারদ মামলার শুনানি। এ দিনও ফের একবার তা পিছিয়ে গিয়েছে। পাঁচ বিচারপতির বেঞ্চ মামলাটি শুনলেও কোনও ফয়সালা করা হয়নি। ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গৃহবন্দি থাকতে হবে অভিযুক্ত পাঁচ নেতাকে। অন্যদিকে হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টের মামলাতেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অ্যাটাচ করেছে সিবিআই।

আরও পড়ুন: নতুন সিবিআই প্রধান বেছে নিতে বৈঠকে নমো, দৌড়ে তিন আইপিএসের নাম

 

 

Next Article