PM Modi: দোষীদের কাউকে রেয়াত করা হবে না: নরেন্দ্র মোদী
PM Modi: মোদী বলেন, “সোমবার সন্ধ্যায় দিল্লির বুকে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা সকলের মনকে ভারাক্রান্ত করে তুলেছে। আমি স্বজনহারা পরিবারদের দুঃখ বুঝি। আজকে গোটা দেশ ওনাদের পাশে দাঁড়িয়ে আছে। গতকাল সারা রাত এই ঘটনার তদন্তে থাকা সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখেছিলাম।”
নয়া দিল্লি: ভুটান সফরে গিয়ে দিল্লি হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দোষীদের কাউকে রেহাত করা হবে না। ষড়যন্ত্রের মূল খুঁজে বের করবে তদন্তকারীরা। মোদী বলেন, “সোমবার সন্ধ্যায় দিল্লির বুকে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা সকলের মনকে ভারাক্রান্ত করে তুলেছে। আমি স্বজনহারা পরিবারদের দুঃখ বুঝি। আজকে গোটা দেশ ওনাদের পাশে দাঁড়িয়ে আছে। গতকাল সারা রাত এই ঘটনার তদন্তে থাকা সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আমাদের এজেন্সি এই ষড়যন্ত্রের শিকড়ে যাবে। এর পিছনে থাকা ষড়যন্ত্রকারীদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।”
Published on: Nov 11, 2025 02:32 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

