
নয়াদিল্লি: কারা খসড়া তালিকায় রয়েছে, সেই বিবরণ পাওয়া গেলেও, কারা নেই, কোন বুথে কতজন বাদ পড়ল এই নিয়ে বিহারে রাজনীতিকরা আগেই সরব হয়েছিলেন। এবার সেই নিয়ে শীর্ষ আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে তারা সাফ জানিয়ে দিয়েছে, খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ভোটারদের নাম নিয়ে পৃথক তালিকা প্রকাশ করতে তারা বাধ্য নয়। আর এই সংক্রান্ত কোনও নিয়মও নেই।
সম্প্রতিই, বিহারের পরিমার্জনে বাদ পড়া ভোটারদের নিয়ে কমিশন যাতে একটি আলাদা তালিকা তৈরি করে, সেই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। সেই আবেদনের পাল্টা এই উত্তর দিয়েছে কমিশন।
তারা আরও জানিয়েছে, খসড়া তালিকায় কোনও ব্যক্তির নাম কেন বাদ গিয়েছে, সেই কারণ কমিশন দর্শাতে বাধ্য নয়। এমনকি, এই নিয়ে কোনও আইনী নির্দেশিকাও নেই। পাশাপাশি, তাদের আরও দাবি, যে সকল ভোটাররা তাদের ফর্ম কমিশনের কাছে জমা দেননি বা ঠিকানা ভুল রয়েছে। তাদের একটি তালিকা বিহারের রাজনৈতিক দলগুলিকে পাঠানো হয়েছিল। দলগুলির কাছে ওই ভোটারদের এই পরিমার্জন প্রসঙ্গ সচেতন করার আর্জিও জানানো হয়েছিল। কোনও যোগ্য ভোটার যাতে বাদ না পড়ে, তার সমস্ত প্রচেষ্টা চালিয়েছিল কমিশন। তবে যাদের নাম খসড়া তালিকায় নেই, তারা এখনও আবেদন জানাতে পারবেন বলেই আদালতকে জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত পয়লা অগস্ট কমিশন প্রকাশিত খসড়া তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা যায়। সেই থেকেই উত্তাল বিহারের রাজনীতি। ইতিমধ্য়েই কমিশনের পরিমার্জন নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি রয়েছে ১২ই অগস্ট। আর তার আগেই বড় কথা বলে দিল দেশের একমাত্র নির্বাচনী প্রতিষ্ঠান।