AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJD-BJP: জোট কি হচ্ছে বিজেপি ও বিজেডি-র? কী হল দিল্লির বৈঠকে

BJD-BJP: ওড়িশা বিজেপি বলছে, আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচন একাই লড়তে চলেছে তারা। বিজেডি-র সঙ্গে জোট নিয়ে দিল্লিতে বৈঠক হয়, সেটা ফলপ্রসূ হয়নি বলেই জানা গিয়েছে। উভয়পক্ষই একে অপরের দাবি মানতে প্রস্তুত নয়।

BJD-BJP: জোট কি হচ্ছে বিজেপি ও বিজেডি-র? কী হল দিল্লির বৈঠকে
মোদী ও বিজু পট্টনায়কImage Credit: PTI
| Updated on: Mar 09, 2024 | 10:00 AM
Share

ভুবনেশ্বর: লোকসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। অনেক নেতাই দল পরিবর্তনে ব্যস্ত। একই সঙ্গে নিজের জোটকেও শক্তিশালী করতে ব্যস্ত বিজেপি ও কংগ্রেস। ওড়িশায় নবীন পট্টনায়কের দল বিজু জনতা দলের (বিজেডি) সঙ্গে বিজেপির জোট নিয়ে জল্পনা জারি রয়েছে। উভয় পক্ষের বৈঠকে কোনও ফল হয়নি। বিজেডি জানিয়েছে, তারা রাজ্যের সমস্ত আসনে এককভাবে নির্বাচনে লড়বে। এরপরই উত্তেজনা বেড়েছে রাজনৈতিক মহলে।

ওড়িশা বিজেপি বলছে, আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচন একাই লড়তে চলেছে তারা। বিজেডি-র সঙ্গে জোট নিয়ে দিল্লিতে বৈঠক হয়, সেটা ফলপ্রসূ হয়নি বলেই জানা গিয়েছে। উভয়পক্ষই একে অপরের দাবি মানতে প্রস্তুত নয়। দিল্লি সফর শেষে ওড়িশায় ফিরেছেন বিজেপির রাজ্য সভাপতি মনমোহন সামল। তাঁর দাবি, জোট নিয়ে কোনও আলোচনা হয়নি এবং বিজেপি একাই নির্বাচনে লড়বে।

তিনি বলেন, ‘রাজ্যে লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করতে আমরা দিল্লি গিয়েছিলাম। বৈঠকে কোনও দলের সঙ্গে জোট বা আসন ভাগাভাগি নিয়ে কোনও আলোচনা হয়নি। ওড়িশায় বিজেপি নিজেরাই নির্বাচনে লড়বে। বিজেডি নেতা ভি কে পান্ডিয়ান এবং প্রণব প্রকাশ দাসও জোট নিয়ে আলোচনা করতে দিল্লি গিয়েছিলেন। তাঁরাও ভুবনেশ্বরে ফিরেছেন। তবে জোটের আলোচনা নিয়ে তাঁরা কোনও কথা বলেননি।

সূত্রের খবর, বিজেডি রাজ্যের ২১টি লোকসভা আসনের মধ্যে ১৪টিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি করেছিল, যা বিজেপি মেনে নিতে অস্বীকার করেছে। সেই কারণেই দল প্রস্তুত নয়।