Omar Abdullah: ‘আমার সেই মুখ নেই….’, পহেলগাঁওয়ের ঘটনার পর ‘রাজ্য মর্যাদার’ দাবি থেকে কিছুটা ‘ব্যাকফুটে’ ওমর

Omar Abdullah: এদিন কাশ্মীরের বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, 'উপত্যকার নিরাপত্তার দায়িত্ব এখনও পর্যন্ত নির্বাচিত ন্য়াশনাল কনফারেন্স সরকারের হাতে আসেনি। কিন্তু আমি এই সঙ্কটকালকে ব্যবহার করে পূর্ণ রাজ্য়ের মর্যাদার দাবি জানাবো না।'

Omar Abdullah: আমার সেই মুখ নেই...., পহেলগাঁওয়ের ঘটনার পর রাজ্য মর্যাদার দাবি থেকে কিছুটা ব্যাকফুটে ওমর
ওমর আবদুল্লাহImage Credit source: PTI

|

Apr 28, 2025 | 3:16 PM

শ্রীনগর: নির্বাচনের মাধ্যমে স্বতন্ত্র সরকার পেলেও কাশ্মীর এখনও পায়নি পূর্ণ রাজ্যের মর্যাদা। গতবছর জম্মু ও কাশ্মীর নির্বাচনে জয়লাভের পর ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছিলেন, কেন্দ্রের কাছে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তিনি জানিয়ে যাবেন। কিন্তু পহেলগাঁও হামলার পর এখন তাঁর সেই ‘মুখ নেই’ বলেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

এদিন কাশ্মীরের বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘উপত্যকার নিরাপত্তার দায়িত্ব এখনও পর্যন্ত নির্বাচিত ন্য়াশনাল কনফারেন্স সরকারের হাতে আসেনি। কিন্তু আমি এই সঙ্কটকালকে ব্যবহার করে পূর্ণ রাজ্য়ের মর্যাদার দাবি জানাবো না।’ তাঁর সংযোজন, ‘কীভাবে আমি রাজ্যের মর্যাদা চাইব? আমার সেই মুখ নেই। আমি এতটা নিম্নরুচির রাজনীতি করি না? রাজ্যে মর্যাদা আমরা আগেও চেয়েছিলাম। আগামীতেও চাইব। কিন্তু সেই দাবির সময়টা এখন নয়।’

উল্লেখ্য, মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরনে হওয়া জঙ্গি হামলার জেরে ফের ছন্দ কেটেছে জম্মু-কাশ্মীরের। অনুচ্ছেদ ৩৭০ বাতিল, নতুন নির্বাচিত সরকার, সব মিলিয়ে মূলস্রোতে ফিরছিল উপত্যকা। কিন্তু তার আগেই শান্তির পথ থেকে কাশ্মীরকে ঠেলে ফেল দিল এক উগ্রপন্থীরা। নিয়ে নিল ২৬টি প্রাণ।

রবিবার এই ঘটনার নিন্দা করে মুখ্য়মন্ত্রী বলেন, ‘পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদীদের সঙ্গে উপর পাল্টা আক্রমণ হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমার অনুরোধ একটাই এই সংঘর্ষে যেন কোনও সাধারণ মানুষের ক্ষতি না হয়। যারা এই অন্যায় করেছে, তাদের সর্বোচ্চ সাজা দেওয়া উচিত।’