
নয়াদিল্লি: তার কাঁধে স্বামী হত্যার দায়। মাস কয়েক আগে মেঘালয়ে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামী রাজা রঘুবংশীকে খুন করার অভিযোগ ওঠে সোনম রঘুবংশীর বিরুদ্ধে। পরবর্তীতে উত্তর প্রদেশ থেকে পাকড়াও করা হয় তাকে। আপাতত শিলং জেলেই রয়েছে সোনম। কিন্তু জেলে কীভাবে সময় কাটছে তার?
সর্বভারতীয় সংবাদমাধ্য়ম NDTV-এর একটি প্রতিবেদন অনুযায়ী, জেলে থাকলেও সোনমের কোনও আফসোস নেই। এমনকি, সোনমের পরিবারের কেউও তার সঙ্গে দেখা করতে আসেনি। সূত্রের খবর, এরকমই নাকি ভাল আছে সোনম। কেউ যোগাযোগ না করলেও, জেলের অন্য বন্দিদের সঙ্গে মিলেমিশে গিয়েছে সে। প্রতিদিন সময় মতো ঘুম থেকে ওঠে। সময় মতো নিজের সেলে ফিরে যায়। জেলের সব নিয়ম মেনেও চলে।
তবে সবার সঙ্গে মিশলেও সোনম নাকি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই মুখ খোলে না সে। এমনকি, অন্য মহিলা বন্দিরা তাকে তার অপরাধ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলেও বিশেষ কিছু বলতে চায় না সোনম। জেল সূত্রে জানা গিয়েছে, ওয়ার্ডেনের ঘরের পাশেই সোনমের সেল। সেই সেলেই আরও দুই মহিলা বন্দির সঙ্গে থাকে সে।
প্রতিটি কারাগারেই বন্দিদের প্রতিদিন বিশেষ কিছু কাজ দেওয়া হয়, যাতে সময়ের কালে তারা অক্ষম না হয়ে পড়ে। সোনমের ক্ষেত্রে কিন্তু এখনও সে রকম কিছু দেখা যায়নি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই তাকে সেলাইয়ের কাজ শেখানো হবে।