দিল্লি বিস্ফোরণকাণ্ডে ‘শিকড়ের’ খোঁজে গোয়েন্দারা, মিলল সাফল্য
দিল্লিতে বিস্ফোরণের পিছনে কারা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন, এই বিস্ফোরণের শিকড়ে যাওয়া হবে। বিস্ফোরণে জড়িত কেউ ছাড়া পাবে না। এদিকে, বিস্ফোরণের তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে আরও ৩ জনকে। ধৃতরা সকলের জইশ-ই-মহম্মদের ডাক্তার মডিউলের সদস্য। জম্মু-কাশ্মীর, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে একাধিকজনকে। তাদের জেরা করা হচ্ছে। এর পাশাপাশি ২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
দিল্লিতে বিস্ফোরণের পিছনে কারা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন, এই বিস্ফোরণের শিকড়ে যাওয়া হবে। বিস্ফোরণে জড়িত কেউ ছাড়া পাবে না। এদিকে, বিস্ফোরণের তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে আরও ৩ জনকে। ধৃতরা সকলের জইশ-ই-মহম্মদের ডাক্তার মডিউলের সদস্য। জম্মু-কাশ্মীর, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে একাধিকজনকে। তাদের জেরা করা হচ্ছে। এর পাশাপাশি ২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।