Indian Rail: এবার জনশতাব্দী এক্সপ্রেস! লাগেজ রাখার জায়গায় চোখ যেতেই হইহই পড়ে গেল ট্রেনে
Indian Rail:গত দু'মাসে দু'বার ট্রেনের ভিতর সাপ পাওয়ার মতন মারাত্মক ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। যেমন, গত মাসে, অর্থাৎ ২১ অক্টোবর ঝাড়খণ্ড থেকে গোয়া যাতায়াতকারী ভাস্কো-দা-গামা সাপ্তাহিক এক্সপ্রেসের এসি কোচেও একটি জ্যান্ত সাপ উদ্ধার হয়েছিল।
বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। দেশজুড়ে একের পর এক ট্রেন লাইনচ্যুত হওয়ার পাশাপাশি এখন চলন্ত ট্রেনে সাপের উপদ্রব ঘুম উড়িয়েছে রেলের কর্মকর্তাদের। ভোপাল-জব্বলপুর জনশতাব্দী এক্সপ্রেসের এবার সাপের ‘তাণ্ডব’। স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রেল। সেই সঙ্গে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে রেলের যাত্রী নিরাপত্তার প্রসঙ্গটিও।
ঘটনাটি ঘটেছে দিন দু’য়েক আগে। ভোপাল জবলপুর জন শতাব্দী এক্সপ্রেস ট্রেনের লাগেজ রাখার জায়গায় ঘোরাফেরা করছিল বিষধর একটি সাপ। বিষয়টি জানার পর রীতিমতো হুলুস্থুল পড়ে যায়। ঘটনা প্রসঙ্গ পশ্চিম-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব বলেন, “বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। কীভাবে সাপটি ট্রেনের ভিতরে এল তা খতিয়ে দেখা হবে। ট্রেনটি ইতিমধ্যেই স্যানিটাইজ করে নিরাপদ করা হয়েছে। এছাড়াও কর্মীদের সতর্ক করা হয়েছে।”
কিন্তু প্রশ্ন উঠেছে ট্রেনের ভিতরে সাপ এল কোথা থেকে? বিষয়টি নিয়ে তদন্ত করছে রেলওয়ে সুরক্ষা বাহিনীও। কেউ ইচ্ছে করে ট্রেনের ভিতরে সব ছেড়েছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। অসৎ উদ্দেশ্য নিয়ে এই ধরনের কাণ্ড ঘটানোর পিছনে বহিরাগত কেউ থাকলে তার দ্রুত চিহ্নিত করা হবে বলে সূত্রের খবর। তবে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। একের পর এক বিতর্কের মাঝে যখন জর্জরিত ভারতীয় রেল, তখন গত দু’মাসে দু’বার ট্রেনের ভিতর সাপ পাওয়ার মতন মারাত্মক ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। যেমন, গত মাসে, অর্থাৎ ২১ অক্টোবর ঝাড়খণ্ড থেকে গোয়া যাতায়াতকারী ভাস্কো-দা-গামা সাপ্তাহিক এক্সপ্রেসের এসি কোচেও একটি জ্যান্ত সাপ উদ্ধার হয়েছিল। বেশ কয়েকজন যাত্রী একটি এসি টু-টায়ার কোচের নিচের বার্থ সংলগ্ন পর্দার কাছে সাপটিকে দেখতে পান। বিরল এই ঘটনা তাদের মোবাইলে ক্যামেরাবন্দিও হয়। পরবর্তীতে অবশ্য, আইআরসিটিসি কর্মীদের সহায়তায় সাপটিকে ধরে ট্রেন থেকে সরিয়ে দেওয়া হয়। একইভাবে সেপ্টেম্বরে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাইগামী গরীব রথ এক্সপ্রেসেও আপার বার্থ থেকে একটি বিষধর সাপ উদ্ধার হয়। এপ্রিল মাসে, মাদুরাই-গুরুভায়ুয়ের প্যাসেঞ্জার এক্সপ্রেস একজন যাত্রীকে সাপে কামড়ানোর অভিযোগ পর্যন্ত ওঠে। আক্রান্ত ওই যাত্রীকে এট্টুমানুর স্টেশনে নামিয়ে নিকটবর্তী একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থানান্তরিত করতে হয়।