
পুঞ্চ: অপারেশন মহাদেবে ৩ জঙ্গিকে নিকেশ করার পর ৪৮ ঘণ্টা কেটেছে। এবার ‘অপারেশন শিবশক্তি’-র শক্তি দেখাল ভারতীয় সেনা। পুঞ্চে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল। বুধবার সকালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল ২ জঙ্গি। নিহত পাক জঙ্গিদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
সেনার হোয়াইট নাইট কর্পসের তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্ট বলা হয়েছে, পুঞ্চ সেক্টরে সীমান্তে ২ জনের সন্দেহজনক গতিবিধি দেখেই সতর্ক হয়ে যায় তারা। তারপরই দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়। তাতেই দুই জঙ্গি নিহত হয়। ওই এলাকায় এখন তল্লাশি চলছে বলে হোয়াইট নাইট কর্পসের তরফে ওই বার্তায় জানানো হয়েছে।
জম্মু ও কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাত একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ওই দুই জঙ্গি ভারতীয় সীমান্তে ঢোকার পরই নিরাপত্তাবাহিনী পদক্ষেপ করে। গুলির লড়াইয়ে তাদের মৃত্যু হয়েছে। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গিয়েছে।
অপারেশন শিবশক্তি হল সীমান্তে সন্ত্রাস বিরোধী অভিযান। সেই অভিযানেই এদিন ২ লস্কর জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। এর ২ দিন আগে অপারেশন মহাদেবে শ্রীনগরের লিদবাসে ৩ জঙ্গিকে নিকেশ করেছে যৌথবাহিনী। নিকেশ হওয়া ওই জঙ্গিদের মধ্যে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান শাহও রয়েছে। গতকাল সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, অপারেশন মহাদেবে নিকেশ ৩ জঙ্গি পহেলগাঁওয়ে হামলায় জড়িত। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে মেরেছিল জঙ্গিরা। সংসদে গতকাল শাহ বলেন, পহেলগাঁওয়ে যে বুলেট পাওয়া গিয়েছিল, নিহত ৩ জঙ্গির কাছ থেকে পাওয়া তিনটি বন্দুক পরীক্ষা করে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি জানিয়েছে, নিরীহ নাগরিকদের মারতে এই বন্দুকগুলিই ব্যবহার করেছিল জঙ্গিরা।