Parliament Winter Session: বিএলওদের মৃত্যু থেকে দিল্লি বিস্ফোরণ! আলোচনা চায় বিরোধীরা, শিষ্টাচার বজায় রাখার পক্ষে সওয়াল কেন্দ্রের

Opposition Demands SIR Debate: আগামিকাল অর্থাৎ সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিয়ে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণভাবে শীতকালীন অধিবেশন চলে ২০ দিন ধরে। কিন্তু এবারে সময়ে কাটছাঁট করেছে কেন্দ্র।

Parliament Winter Session: বিএলওদের মৃত্যু থেকে দিল্লি বিস্ফোরণ! আলোচনা চায় বিরোধীরা, শিষ্টাচার বজায় রাখার পক্ষে সওয়াল কেন্দ্রের
কী কী বিষয়ে হবে আলোচনা?Image Credit source: X

|

Nov 30, 2025 | 5:46 PM

নয়াদিল্লি: বাদল অধিবেশনের সময়ও এক দাবি ছিল বিরোধীদের। তখনও সরব হয়েছিল ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে আলোচনার জন্য। শীতকালীন অধিবেশন শুরুর পূর্বেও জিইয়ে রাখা হল সেই দাবিকেই। সোমবার অধিবেশন শুরুর ঠিক একদিন আগে প্রথামাফিক সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছে কেন্দ্র। এই বৈঠকে অধিবেশনের কার্যসূচি নিয়েও আলোচনা হয়েছে। আর সেখানেই এসআইআর আলোচনার দাবিতে অনড় থেকেছে বিরোধী শিবির।

বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এসআইআর, দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে বিরোধীদের তরফে। পাশাপাশি, দেশের একাধিক রাজ্য়ে এসআইআর-এর কাজের চাপে হওয়া বিএলও মৃত্যুকেও ইস্যু করতে চায় বিরোধী শিবির। পাল্টা, আগামী ১৫ দিন সুষ্ঠভাবে অধিবেশন চালানোর জন্য বিরোধী দলগুলির সাহায্য় চেয়েছে শাসকশিবির।

এদিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘সর্বদলীয় বৈঠক বেশ ইতিবাচক হয়েছে। মোট ৩৬টি দলের ৫০ জন প্রতিনিধি বৈঠকে যোগ দিয়েছিলেন। এসআইআর নিয়ে আলোচনার পক্ষেই সওয়াল করেছে তাঁরা।’ অবশ্য, গোটা শীতকালীন অধিবেশনে সংসদের আলোচনার অভিমুখ কোন দিকে থাকবে, সেই চূড়ান্ত সিদ্ধান্তটা ব্যবসায়ীক উপদেষ্টা কমিটি নেবেই বলে দাবি মন্ত্রীর।

উল্লেখ্য, আগামিকাল অর্থাৎ সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিয়ে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণভাবে শীতকালীন অধিবেশন চলে ২০ দিন ধরে। কিন্তু এবারে সময়ে কাটছাঁট করেছে কেন্দ্র। যা ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। কংগ্রেস সাংসদ গৌরব গগৈর দাবি, সময় কমিয়ে দেশে সংসদীয় ব্যবস্থাকে খর্ব করতে চাইছে বিজেপি।