Special Intensive Revision: ২.৫ কোটির বেশি নাম বাদের আশঙ্কা! SIR-নিয়ে ‘চওড়়া দাবি’ করে অস্বস্তিতে বিজেপিই

SIR News Today: যাঁদের মধ্যে ১ কোটি ২৬ লক্ষ ভোটার স্থানান্তরিত, ৪৬ লক্ষ ভোটার মৃত, ২৩ লক্ষ ৭০ হাজার ভোটার ভুয়ো বা ডুপ্লিকেট, ৮৩ লক্ষ ভোটার নিখোঁজ এবং ৯ লক্ষের সামান্য অধিক ভোটার অন্যান্য ক্যাটাগরির আওতায় বাদ পড়ছেন। অবশ্য, এই অন্যান্য ক্যাটাগরি বা গোষ্ঠী নিয়ে কোনও নির্দিষ্ট সংজ্ঞা কমিশন দেয়নি।

Special Intensive Revision: ২.৫ কোটির বেশি নাম বাদের আশঙ্কা! SIR-নিয়ে চওড়়া দাবি করে অস্বস্তিতে বিজেপিই
প্রতীকী ছবিImage Credit source: PTI

|

Dec 28, 2025 | 3:18 PM

লখনউ: প্রায় প্রতিটি রাজ্যে খসড়া তালিকা প্রকাশ হয়ে গেলেও উত্তর প্রদেশে এখনও তা হয়নি। একেবারে বছরের শেষ দিনে উত্তর প্রদেশের SIR-এর ‘প্রাথমিক ফলাফল’ প্রকাশ করবে নির্বাচন কমিশন। কিন্তু তার আগে অস্বস্তি ঘিরেছে বিজেপি নেতাদের। মোট সাড়ে ১৫ কোটি ভোটারের মধ্য়ে আড়াই কোটিরও বেশি ভোটার বাদ পড়তে চলেছে বলেই খবর।

সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য় নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশে জন্য দু-দু’বার সময়সীমা বৃদ্ধির পরেও এখনও জমা পড়েনি ১৯ শতাংশ এনুমারেশন ফর্ম। সংখ্য়াতত্ত্বের হিসাবে যা দাঁড়ায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটার। অর্থাৎ বলা বাহুল্য, আগামী ৩১ তারিখ প্রকাশিত হতে চলা উত্তর প্রদেশের খসড়া ভোটার তালিকা থেকে সম্ভাব্য বাদ পড়তে পারে আড়াই কোটিরও বেশি ভোটার।

যাঁদের মধ্যে ১ কোটি ২৬ লক্ষ ভোটার স্থানান্তরিত, ৪৬ লক্ষ ভোটার মৃত, ২৩ লক্ষ ৭০ হাজার ভোটার ভুয়ো বা ডুপ্লিকেট, ৮৩ লক্ষ ভোটার নিখোঁজ এবং ৯ লক্ষের সামান্য অধিক ভোটার অন্যান্য ক্যাটাগরির আওতায় বাদ পড়ছেন। অবশ্য, এই অন্যান্য ক্যাটাগরি বা গোষ্ঠী নিয়ে কোনও নির্দিষ্ট সংজ্ঞা কমিশন দেয়নি।

এদিন উত্তর প্রদেশের সিইও নবদ্বীপ রিনওয়া জানিয়েছেন, দিন তিনেক পরেই খসড়া তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা সংক্রান্ত যে কোনও রকমের অভিযোগ গ্রহণ করা হবে ৩০ জানুয়ারি পর্যন্ত। আর এই সময়কালেই চলবে শুনানি। এই মর্মে ৩১ ডিসেম্বর থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে উত্তর প্রদেশে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র দফতর। অবশেষে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

অস্বস্তি বিজেপির

ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের সূচনাপর্বে বাংলার গেরুয়া শিবিরে নেতা-নেত্রীদের দাবি ছিল, এ রাজ্যে ১ কোটির অধিক নাম বাদ যাবে। কিন্তু খসড়া তালিকায় এখনও পর্যন্ত ঠাঁই না পাওয়া ভোটারের সংখ্য়া ৫৮ লক্ষের সামান্য অধিক।

অন্যদিকে যোগীরাজ্য, সেখানে নির্বাচন প্রায় দোরগোড়ায়। তার আগেই এসআইআর-এ বিজেপির নিজের ভোট কাটা যাওয়ার আশঙ্কা উস্কে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, এসআইআর সম্ভাব্য বাদ পড়তে চলা আড়াই কোটির অধিক ভোটারের মধ্য়ে ৮৫ থেকে ৯০ শতাংশ খোদ মুখ্য়মন্ত্রীর নিজের ভোট। এই অঙ্ক অনুযায়ী, উত্তর প্রদেশের প্রতিটি বিধানসভায় গড়ে ৬০ হাজার করে ভোট কমছে বিজেপির। চোখের সামনে ‘নতুন সূর্য’ দেখছে বিরোধী শিবির। কিন্তু গেরুয়া শিবিরের মতে, যাঁরা মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট — তাঁদেরই নাম বাদ পড়ছে।