
নয়াদিল্লি: দুই দেশের বাকবিতণ্ডায় বিয়ে লাটে উঠল যুবকের। মঙ্গলবার পহেলগাঁওয়ে ঘটা সন্ত্রাস হামলার পর ‘বিষিয়েছে’ ভারত-পাকিস্তানের সম্পর্ক। এই দুই দেশের মধ্যে স্থগিত হয়েছে সার্কের আওতাধীন বিশেষ ভিসা ব্যবস্থা। যার জেরে আবার দেশে ফিরে যেতে হচ্ছে ভারতে আসা পাকিস্তানিদের। একই ভাবে, দেশে ফিরছেন পাকিস্তানে ভিসা নিয়ে যাওয়া ভারতীয়রাও।
দুই দেশের মধ্যে চলা জটের কারণে এবার বিয়ে মাথায় উঠল রাজস্থানের শয়তান সিংয়ের। চলতি মাসের ৩০ তারিখ পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা কেশর কানওয়ারের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার। বছর কতক ধরে দীর্ঘ লড়াই চালিয়ে অবশেষে ভিসা পেয়েছিলেন তারা। সেই নিরিখে নির্ধারিত হয়েছিল বিয়ের দিনক্ষণ। কিন্তু বুধবার বরযাত্রী নিয়ে পড়শি দেশের উদ্দেশ্যে রওনা দিতে অটারী-ওয়াঘা সীমান্ত পৌঁছতেই রুখে দেওয়া হয় তাদের।
এই প্রসঙ্গে শয়তান জানাচ্ছেন, ‘কয়েক বছর ধরে এই দিনটার অপেক্ষা করে আসছি আমরা। প্রথমে ভিসা পেতে দীর্ঘদিনের লড়াই। অবশেষে ফেব্রুয়ারি মাসে ভিসা পাওয়া গেল। কিন্তু তারপর যখন বিয়ে করতে যাচ্ছি, তখনই আবার সব ভেস্তে গেল।’ তিনি আরও জানান, ‘পাকিস্তানে বসবাসরত আত্মীয়রা আমাদের নিতে এসেছিলেন। কিন্তু সীমানা থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হয়। সন্ত্রাস হামলায় অনেক কিছু নষ্ট হয়ে গেল। অনেকগুলো সম্পর্কও শেষ হয়ে গেল।’
তবে শোকের মাঝেও খানিকটা আশার আলো দেখতে পাচ্ছে সিং পরিবার। তারা জানিয়েছেন, আগামী ১২ই মে পর্যন্ত মেয়াদ রয়েছে তাদের ভিসার। ফলত তার আগে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তাহলে সোনায় সোহাগা।