India-Pakistan: সকালে করার ‘দম’ নেই! রাত বাড়লেই ‘লুকিয়ে লুকিয়ে’ এগিয়ে আসছে পাকিস্তান
India-Pakistan: ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, ২৮ তারিখ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী কুপওয়ারা ও বারামুল্লা জেলার ঠিক বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আখনুর সেক্টরে এসে গুলি ছোড়ে।

নয়াদিল্লি: শিমলা চুক্তি স্থগিত করার পর থেকেই যেন বার বেড়েছে পাকিস্তান সেনার। পহেলগাঁও নিয়ে দুই দেশের মধ্যে চাপানউতোর পরিস্থিতি। সেই আবহে কাঁটাতারের ওই পার থেকে ক্রমাগত গুলি চালাচ্ছে পাকিস্তান। মূলত, রাতের অন্ধকারেই এমন কাণ্ড ঘটাচ্ছে পাক-সেনা। আর সকাল হলেই লোকাচ্ছে মুখ। সোমবার মাঝরাতে নিয়ন্ত্রণরেখার ওই পার থেকে গুলি ছুড়ল পাকিস্তানি বাহিনী।
এই প্রসঙ্গে ভারতীয় সেনা জানিয়েছে, ২৮ তারিখ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী কুপওয়ারা ও বারামুল্লা জেলার ঠিক বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আখনুর সেক্টরে এসে গুলি ছোড়ে। তবে ভারত কিন্তু পাকিস্তানের গুলি দেখে ‘চেপে বসেনি’। উল্টে পাক সেনাকে মোক্ষম জবাব দিতে পাল্টা গুলি চালান জওয়ানরা।
বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক করে দুই দেশের মধ্যে থাকা শিমলা চুক্তি স্থগিত করে। ভারত যখন পাকিস্তানকে মারতে ‘জল’কে হাতিয়ার করেছে। সেই আবহে পাল্টা পাকিস্তান আশ্রয় নিয়েছে ‘শান্তিভঙ্গে’র। সেই সূত্র ধরেই বাতিল করেছে শিমলা চুক্তি। আর তারপর থেকে যখন পারছে গুলি চালিয়ে দিচ্ছে।
প্রসঙ্গত, দেশের অন্দরে হোক বা বাইরে। ‘জেদী’ পাকিস্তানকে কিন্তু জবাব দিতে কোনও দিক থেকেই খামতি রাখছে না ভারত। সোমবার জাতিসংঘে দাঁড়িয়ে পাকিস্তানকে তীব্র কটাক্ষ বাণ ছুড়ে দিয়েছে ভারতীয় রাষ্ট্রদূত যোজনা প্যাটেল। সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের করা সন্ত্রাসকে মদত দেওয়ার মন্তব্যের প্রসঙ্গ তুলে তোপ দেগেছে ভারত। রাষ্ট্রদূত বলেছেন, ‘পাকিস্তানের এই স্বীকারোক্তি আশ্চর্যজনক নয়। এই প্রবণতাই পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত করেছে।’

