
হায়দরাবাদ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। এরপর পাকিস্তানের একাধিক নেতা-মন্ত্রীর মুখে ফাঁকা বুলি শোনা যাচ্ছে। পাকিস্তানের নেতা-মন্ত্রীদের কড়া জবাব দিলেন হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। পাকিস্তানের আর্থিক সংকট নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন, “পাকিস্তান একটা ব্যর্থ দেশ।” পাকিস্তান ইসলামের অর্থও জানে না বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির লাগাতার উসকানিমূলক মন্তব্য করে চলেছেন। তাঁকে আক্রমণ করে ওয়েইসি বলেন, “১৯৪৭ সালে দেশভাগের সময় ভারতীয় মুসলিমরা দেশ না ছাড়ার সিদ্ধান্ত নেন। আমরা মহম্মদ আলি জিন্নার আহ্বান প্রত্যাখ্যান করি। ভারত আমাদের মাতৃভূমি ছিল, রয়েছে এবং থাকবে। যারা পাকিস্তানে অর্থহীন কথা বলছে, তাদের বলতে চাই, তোমরা ইসলাম জানো না। ইসলামের শিক্ষা থেকে তোমরা বঞ্চিত।”
১৯৪৭ সালে ভারত থেকে যেসব মুসলিম পাকিস্তানে গিয়েছিলেন, সেদেশে তাঁরা বৈষম্যের শিকার বলে মন্তব্য করেন ওয়েইসি। পাকিস্তানকে আক্রমণ করে তিনি বলেন, “পাকিস্তান এত গরিব যে সেখানকার মানুষ কষ্টে রয়েছেন। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সমস্যা রয়েছে। ইরানের সঙ্গে সীমান্তে ঝগড়া রয়েছে পাকিস্তানের। পাকিস্তান এক ব্যর্থ দেশ।”
হত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। ওয়েইসি মনে করেন, কিছু শক্তি ভারতকে শান্তিতে থাকতে দিতে চায় না। এরপরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে তিনি বলেন, “তাদের কড়া জবাব দেওয়ার এটাই আমাদের কাছে সময়। যাতে সন্ত্রাসবাদের বিষ শেষ হয়ে যায়।” এর আগেও পাকিস্তানকে কড়া আক্রমণ করেছিলেন ওয়েইসি। ভারতের থেকে পাকিস্তান অর্ধ শতক পিছিয়ে বলে মন্তব্য করেছিলেন।