India Pakistan Border Close: দুই দেশের অশান্তি ‘কাঁটাতার’ ফেলল সম্পর্কে! স্বামী গেল পাকিস্তান, স্ত্রী রয়ে গেল ভারতেই

India Pakistan Border Close: মাস কতক আগেই ভিসা পেয়ে স্বামী-সন্তানদের নিয়ে উত্তরপ্রদেশে বাপের বাড়িতে এসেছিলেন সানা। কিন্তু দুই দেশের অশান্তির কারণে হঠাৎ করেই পণ্ড হয় সব পরিকল্পনা। ফিরে যাওয়ার জন্য তল্পিতল্পা গোটাতে শুরু করেন সানারা।

India Pakistan Border Close: দুই দেশের অশান্তি কাঁটাতার ফেলল সম্পর্কে! স্বামী গেল পাকিস্তান, স্ত্রী রয়ে গেল ভারতেই
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

|

Apr 27, 2025 | 9:05 PM

নয়াদিল্লি: দুই দেশের অশান্তির জের। স্ত্রীকে রেখেই পাকিস্তানে ফিরে গেলেন স্বামী। নিয়ে গেলেন সন্তানদেরও। মঙ্গলবার পহেলগাঁওয়ে হওয়া হামলার পর বুধবার দুই দেশের মধ্যে ভিসা চুক্তি বাতিল করে ভারত। এমনকি, ২৭ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়ে ভারতে থাকা পাকিস্তানি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বিদেশমন্ত্রক ধরে।

সেই নির্দেশ মেনেই রবিবার ওয়াঘা সীমানা হয়ে ফিরে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের সানা। তিনি বর্তমানে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা। ২০২০ সালে পড়শি দেশের এক চিকিৎসকের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়ে করে পাঁচ বছর কেটে গেলেও এখনও পাকিস্তানি নাগরিকত্ব পাননি সানা। তাদের দুটি শিশু সন্তানও রয়েছে।

মাস কতক আগেই ভিসা পেয়ে স্বামী-সন্তানদের নিয়ে উত্তরপ্রদেশে বাপের বাড়িতে এসেছিলেন সানা। কিন্তু দুই দেশের অশান্তির কারণে হঠাৎ করেই পণ্ড হয় সব পরিকল্পনা। ফিরে যাওয়ার জন্য তল্পিতল্পা গোটাতে শুরু করেন সানারা। ঘরে ফেরার জন্য পৌঁছে যান ওয়াঘা সীমান্তে। কিন্তু সেখানেই তাকে আটকে দেয় সেনা। সানার স্বামী-সন্তানকে ফেরার অনুমতি দিলেও, সানাকে আবার নিজের বাড়িতেই ফিরে যেতে বলে তারা।

এদিন সানা জানান, বিয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার দেশে ফিরলেন তিনি। শেষবার এসেছিলেন তিন বছর আগে। কিন্তু তখনই এমন কাণ্ড। আপাতত তিনি উত্তরপ্রদেশে থাকলেও, তার স্বামী ও সন্তানরা ফিরে গিয়েছেন পাকিস্তানের বাড়িতে।