
ইসলামাবাদ ও নয়াদিল্লি: মাত্র ২৫ মিনিটের ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতের এই অভিযানের বিরুদ্ধে পাকিস্তান কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বলে এবার মন্তব্য করলেন এক পাক নাগরিক। তাঁর বক্তব্য, ভারতের ছোড়া ২৪টি মিসাইলই তাদের টার্গেটে গিয়ে লেগেছে। পাকিস্তানের সেনা ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে পাক সরকারের দাবিকেও ভুয়ো বললেন তিনি। পাক যুবকের ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও ভিডিয়োটি শেয়ার করেছেন।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার ২৫ মিনিটের ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে। ওই পাক যুবক বলেন, “ভারত ২৪টা মিসাইল ছুড়েছে। আর প্রত্যেকটাই টার্গেটে লেগেছে। কোনও মিসাইলই আটকাতে পারেনি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত যে টার্গেট নিয়েছিল, তা তারা করেছে। ভারত প্রকৃত অর্থেই পাকিস্তানে ঢুকে মেরেছে। এটাই সত্যি।” তিনি ভারতের প্রশংসা করছে না জানিয়ে ওই যুবক বলেন, “ইরান ২০০, ৪০০, ১০০০ মিসাইল ইজরায়েল লক্ষ্য করে ছোড়ে। কিন্তু, ১-২টা গিয়ে ইজরায়েলে পড়ে। বাকি সব মিসাইল নষ্ট করে দেয়। আর ভারত ২৪টা মিসাইল ছোড়ে, আমরা একটাও আটকাতে পারি না।”
গতকাল ভারতীয় সেনা সাংবাদিক বৈঠকে জানায়, তারা শুধু জঙ্গি সংগঠনগুলিতে আঘাত হেনেছে। পাকিস্তানের সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। সেকথা শোনা গেল ওই যুবকের কণ্ঠেও। তিনি বলেন, “ভারত পাকিস্তানের সেনার পরিকাঠামোয় আঘাত হানেনি। ভারত যদি তা করত, আমরা আটকাতে পারতাম না।”
Listen to this Pakistani national explain how #OperationSindoor precisely struck over two dozen high-value terror targets, without hitting any military or civilian areas. He also debunks Pakistan’s false claims about bringing down Indian fighter jets. Deep down, Pakistanis know… pic.twitter.com/1qdOk1AVLs
— Amit Malviya (@amitmalviya) May 8, 2025
বুধবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে সেদেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেন, পাকিস্তান সেনার পাল্টা গুলিতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। তার মধ্যে তিনটি রাফাল। পাকিস্তান সরকারের মুখোশ খুলে দিলেন সেদেশেরই ওই যুবক। তিনি বলেন, “পাকিস্তান সরকার ও আমাদের দেশের সংবাদমাধ্যম বড় বড় দাবি করছে। যুদ্ধবিমান ধ্বংস করেছি। এই করেছি, ওই করেছি। সেইসব ছবি আমি দেখেছি। কোনওটা ৮ মাসের পুরনো, কোনওটা ৩ বছরের পুরনো।” ওই যুবকের ভিড়িয়ো এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।