
কানপুর: প্রেমিকাকে নিয়ে বেরিয়েছিলেন। রাস্তার ধারে দোকানে ঢুকেছিলেন চাউমিন খেতে। কিন্তু, প্রেমিকার সঙ্গে সেই চাউমিন খাওয়া শেষ হল না যুবকের। তার আগেই দোকানে পৌঁছে গেলেন যুবকের বাবা-মা। তারপর যা হল, তা দেখে থমকে দাঁড়ালেন আশপাশের লোকজন। যুবককে মারধর করলেন তাঁর বাবা-মা। ছাড় পেলেন না যুবকের প্রেমিকাও। কেউ কেউ সেই ঘটনার ভিডিয়ো করলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। ঘটনাটি উত্তর প্রদেশের কানপুরের।
পুলিশ জানিয়েছে, বছর একুশের রোহিত তাঁর বছর উনিশের প্রেমিকাকে নিয়ে চাউমিন খেতে বেরিয়েছিলেন। দোকানে পৌঁছে যান রোহিতের বাবা-মা শিবকরণ ও সুশীলা। ওই যুবতীর সঙ্গে ছেলের সম্পর্কে তাঁদের আপত্তি রয়েছে। তারপরও রোহিত ওই যুবতীর সঙ্গে মেলামেশা করেন।
ছেলের সঙ্গে ওই যুবতীকে দেখে রেগে যান শিবকরণ ও সুশীলা। ছেলে ও তাঁর প্রেমিকাকে মারধর শুরু করেন সুশীলা। সেইসময় প্রেমিকাকে নিয়ে স্কুটারে করে পালানোর চেষ্টা করেন রোহিত। কিন্তু, পারেননি। আশপাশে লোক জড়ো হয়ে যায়। কেউ কেউ মোবাইলে ভিডিয়োও করেন। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, রোহিত ও তাঁর প্রেমিকা স্কুটারে বসে রয়েছেন। আর সুশীলা চিৎকার করছেন। একসময় রোহিত ও তাঁর প্রেমিকাকে মারধর শুরু করেন সুশীলা। যুবতীর চুল ধরে টানাটানি করেন। মায়ের মার থেকে প্রেমিকাকে রক্ষার চেষ্টা করেন রোহিত।
#कानपुर मां ने बेटे और बेटे की प्रेमिका को साथ पकड़ा बीच सड़क कर दी पिटाई..
लड़के की मां ने बेटे की प्रेमिका को बीच सड़क जमकर पीटा,बीचब चाव कर थे बेटे की भी हुई पिटाई, गुजैनी थाना क्षेत्र के राम गोपाल चौराहे की घटना ।#kanpur #news #sirfsuch pic.twitter.com/Rh9vopObhz
— ठाkur Ankit Singh (@liveankitknp) May 2, 2025
একসময় রোহিতের বাবা শিবকরণকেও দেখা যায় চিৎকার করতে। যুবতীকে সেখান থেকে চলে যেতে বলেন তিনি। রোহিতকে চপ্পল দিয়েও মারেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের ঝগড়া থামান। গুজাইনি পুলিশ স্টেশনের ইনচার্জ জানিয়েছেন, দুই পক্ষকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।