10th Board Exam Results: জীবনের প্রথম পরীক্ষায় ‘ফেল’ অভিষেক, বকাবকি নয়, ব্যাগ ভর্তি মিষ্টি নিয়ে বাড়ি ঢুকলেন বাবা! চলল উদযাপন
10th Board Exam Results: দশম শ্রেণির গন্ডি পেরতে পারেনি অভিষেক। কিন্তু তাতে কী হয়েছে? এবারে হয়নি পরের বার হবে। ছেলের মনকে তরতাজা রাখতে কেক নিয়ে চলে আসেন বাবা। সাড়ম্বরে চলে অনুষ্ঠান।

বেঙ্গালুরু: কেকে লেখা ৩২ শতাং শ। পাশে ৬২৫-এ ২০০ নম্বর। এটাই ছেলের জীবনের প্রথম পরীক্ষার প্রাপ্ত ফলাফল। মাপকাঠি না পেরনোয় দশম শ্রেণি থেকে উত্তীর্ণ হতে পারেনি সে। কিন্তু তাতে কী হয়েছে? মনবল যেন ভেঙে না পড়ে। সেই কথাটা মাথায় রেখেই ফল ঘোষণার দিনে ছেলের ‘ব্যর্থতা’ কার্যত জয়ের রূপেই উদযাপন করলেন বাবা-মা। কেক কাটলেন ছেলের উত্তীর্ণ না হতে পারে সুবাদে।
ঘটনা কর্নাটকের বগালকোটের। ৩২ শতাংশ নম্বর পাওয়ায় এবারের মতো আর দশম শ্রেণির গন্ডি পেরতে পারেনি অভিষেক। কিন্তু তাতে কী হয়েছে? এবারে হয়নি পরের বার হবে। ছেলের মনকে তরতাজা রাখতে কেক নিয়ে চলে আসেন বাবা। সাড়ম্বরে চলে অনুষ্ঠান। ছেলের ‘ব্যর্থতাকে’ নিয়ে মুখ লুকানো নয়। বরং, বুক চিতিয়ে প্রথমবার ব্যর্থ হওয়ার মাধ্যমে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেন অভিষেকের বাবা।
এদিন তিনি বলেন, অভিষেক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ঠিকই। কিন্তু পড়াশোনাতেও কোনও খামতি রাখেনি সে। এমন পরিস্থিতি বকাবকি মানে, ওকে ভিতর থেকে ভেঙে দেওয়া। কিন্তু তার পরিবর্তে আমরা কেক-মিষ্টি এনে গোটা ব্যাপারটারই উদযাপন করেছি। অন্যদিকে, আগামী বছর সব সাবজেক্টেই যে সে পাশ করবে, এই বার্তাই দিয়েছে অভিষেক।

