Amit Shah: ‘অপারেশন মহাদেবে’ খতম হওয়া জঙ্গিরাই পহেলগাঁও হামলার চক্রী, সংসদে জানালেন শাহ

Amit Shah: সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন শাহ। মঙ্গলবার অধিবেশন চলাকালীন তিনি বলেন, 'এখনও পর্যন্ত হাজারের বেশি মানুষ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৩ হাজার ঘণ্টা তদন্ত চলেছে। তারপরেই এই জঙ্গিদের হদিশ পেয়েছে সেনা।

Amit Shah: অপারেশন মহাদেবে খতম হওয়া জঙ্গিরাই পহেলগাঁও হামলার চক্রী, সংসদে জানালেন শাহ
অমিত শাহImage Credit source: PTI

|

Jul 29, 2025 | 1:59 PM

নয়াদিল্লি: ২৪ ঘণ্টার পর অবশেষে সোমবারের ‘অপারেশন মহাদেব’ নিয়ে মুখ খুলল কেন্দ্র। এদিন সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করলেন এরাই সেই তিন জঙ্গি। শ্রীনগরে সেনা অভিযানে তিন জঙ্গিকে খতম করার পর থেকেই প্রশ্ন উঠেছিল জঙ্গিদের ‘পরিচয়’ নিয়ে। অবশেষে সেই পরিচয় প্রকাশ্যে আনলেন শাহ।

এদিন তিনি বলেন, ‘আমি এই সংসদ ও দেশের প্রতিটি নাগরিককে জানাতে চাই যে যারা বৈসরণে আমাদের দেশের নাগরিকদের হত্য়া করেছিলেন। সেই তিন জঙ্গিকেই খতম করা হয়েছে।’ কিন্তু ‘অপারেশন মহাদেবে’ খতম হওয়া তিন জঙ্গি যে সেই পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীই তা কীভাবে নিশ্চিত করছে কেন্দ্র?

সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন শাহ। মঙ্গলবার অধিবেশন চলাকালীন তিনি বলেন, ‘এখনও পর্যন্ত হাজারের বেশি মানুষ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৩ হাজার ঘণ্টা তদন্ত চলেছে। তারপরেই এই জঙ্গিদের হদিশ পেয়েছে সেনা। এমনকি, এই সন্ত্রাসবাদীদের দেহ শনাক্ত করেছে তাদের পরিবার-পরিজনেরাও। পহেলগাঁও হামলায় যে বন্দুকের গুলি ব্যবহার করা হয়েছিল। এই তিন নিহতের থেকে সেই একই বন্দুকের গুলিই উদ্ধার হয়েছে।’

শাহ আরও জানিয়েছেন, ‘খতম হওয়া জঙ্গিদের থেকে চকলেট উদ্ধার করে পুলিশ। এই চকলেটগুলি পাকিস্তানে তৈরি। অনুমান অনেক দিন ধরে আত্মগোপন থাকার জন্যই এই চকলেটগুলি নিয়েছিল তারা। এছাড়াও, পাক ভোটার কার্ড-সহ বিভিন্ন নথি পাওয়া গিয়েছে।’