Ajit Doval Deputy: ‘বাজের মতো’ নজর রাখবেন মাওবাদীদের উপর, ডোভাল পেলেন নতুন সহযোগী

Ajit Doval Deputy: সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবেই এবার থেকে কাজ করবেন তিনি। দেশের অভ্য়ন্তরীণ সুরক্ষার দায়িত্ব থাকবে ১৯৮৮-এর ব্যাচের এই অবসরপ্রাপ্ত আইপিএস-র কাঁধে।

Ajit Doval Deputy: বাজের মতো নজর রাখবেন মাওবাদীদের উপর, ডোভাল পেলেন নতুন সহযোগী
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালImage Credit source: PTI

|

Aug 24, 2025 | 5:52 PM

নয়াদিল্লি: নতুন সহযোগী পেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুই আধাসেনা বাহিনীর প্রাক্তন প্রধান অনীশ দয়াল সিংকেই সেই নতুন পদে নিযুক্ত করল প্রতিরক্ষা মন্ত্রক। সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবেই এবার থেকে কাজ করবেন তিনি। দেশের অভ্য়ন্তরীণ সুরক্ষার দায়িত্ব থাকবে ১৯৮৮-এর ব্যাচের এই অবসরপ্রাপ্ত আইপিএস-র কাঁধে।

কে এই অনীশ দয়াল সিং?

১৯৮৮ সালে মণিপুর ক্যাডার থেকে আইপিএস হিসাবে যোগদান। ২০২৪ সালের ডিসেম্বরে অবসরগ্রহণ। মাঝে কেটে গিয়েছে তিন দশকেরও বেশি সময়। সদ্য নিযুক্ত ‘ডেপুটির’ অভিজ্ঞতার ঝুলিতে জুড়েছে দেশের ইন্টেলিজেন্স ব্য়ুরো, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং সিআরপিএফ।

নিজের কর্মজীবনের প্রায় ৩০ বছর তিনি যুক্ত ছিলেন আইবি-র সঙ্গেই। পরবর্তী সময়ে দায়িত্ব পান ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের। ওই আধাসেনার প্রধান হিসাবে নিযুক্ত করা হয় তাঁকে। সবশেষে অবসরগ্রহণের আগে সিআরপিএফ আধাসেনার প্রধানের দায়িত্ব যায় তাঁর কাঁধেই। আর এবার পেলেন দেশের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ।

কোন ভূমিকা থাকবেন তিনি?

এই নিয়ে সরকারি ভাবে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। নয়াদিল্লি সূত্রে খবর, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপরেই নজর থাকবে তাঁর। বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্ব ও মাওবাদী দমন অভিযানগুলিতে।