AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali Gulab Sharbat: স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি দরিদ্রদের শিক্ষা, পতঞ্জলির গোলাপ শরবতের প্রতি ফোঁটায় ‘রাষ্ট্র সেবা’

Patanjali Gulab Sharbat: বিভিন্ন পানীয়র ক্ষতিকারক প্রভাব থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রাকৃতিক এবং পারম্পরিক ভারতীয় পানীয় বাজারে আনে যোগগুরু রামদেব ও আচার্য বালকৃষ্ণের পতঞ্জলি আয়ুর্বেদ। এর মধ্যে অন্যতম হল গোলাপের শরবত। যা গরমকালে ঠান্ডা অনুভূতি দেয়।

Patanjali Gulab Sharbat: স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি দরিদ্রদের শিক্ষা, পতঞ্জলির গোলাপ শরবতের প্রতি ফোঁটায় 'রাষ্ট্র সেবা'
পতঞ্জলির গোলাপ শরবত শুধু মানুষের স্বাস্থ্যের খেয়াল রাখে না, রাষ্ট্র সেবাও করে।Image Credit: TV9 Bangla
| Updated on: Apr 19, 2025 | 8:14 PM
Share

নয়াদিল্লি: শুধু লাভ করা তাদের লক্ষ্য নয়। দেশের মানুষের স্বাস্থ্যের দিকে নজর দেয় পতঞ্জলি। যোগগুরু রামদেব এবং আচার্য বালকৃষ্ণের পতঞ্জলি আয়ুর্বেদ যখন ফাস্ট মুভিং কনজিউমার গুডস(FMCG) সেক্টরে পা রাখে, তখনই নিজেদের উদ্দেশ্য ঠিক করে নিয়েছিল। তাদের উদ্দেশ্য, আয়ুর্বেদের উপকারিতা কত সহজে সাধারণ মানুষের নাগালের মধ্যে পৌঁছে দেওয়া যায়। শুধু মানুষের সেবা নয়, এখন তা রাষ্ট্র সেবার রূপ নিয়েছে। কীভাবে?

বিভিন্ন পানীয়র ক্ষতিকারক প্রভাব থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রাকৃতিক এবং পারম্পরিক ভারতীয় পানীয় বাজারে আনে যোগগুরু রামদেব ও আচার্য বালকৃষ্ণের পতঞ্জলি আয়ুর্বেদ। এর মধ্যে অন্যতম হল গোলাপের শরবত। যা গরমকালে ঠান্ডা অনুভূতি দেয়। এছাড়াও রয়েছে আমের পানীয়, বেলের শরবত এবং খুসের শরবত। এইসব শরবত তৈরি করে শুধু মানুষের স্বাস্থ্যের দিকেই নজর রাখছে না পতঞ্জলি। জাতির সেবা করার নীতিতেও কাজ করছে।

পতঞ্জলি আয়ুর্বেদ জানিয়েছে, তারা গোলাপের শরবত তৈরিতে আয়ুর্বেদের পারম্পরিক রেসিপি ব্যবহার করেছে। শুধু তাই নয়, এই শরবত তৈরির পদ্ধতিও প্রাকৃতিক রাখা হয়েছে, যাতে এর প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখা যায়। এর জন্য সরাসরি কৃষকদের কাছ থেকে গোলাপ কেনে পতঞ্জলি। যাতে মধ্যস্থতাকারীদের ভূমিকা হ্রাস করা যায়। গোলাপের কার্যকারিতা নষ্ট হওয়ার সম্ভাবনাও কমে।

একইভাবে, অন্যান্য ভেষজের জৈব চাষ করা হয়। সেসব উত্তরাখণ্ডে পতঞ্জলির ফুড পার্কে উৎপাদন করা হয়। এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। পতঞ্জলি আয়ুর্বেদ পারম্পরিক ও প্রাকৃতিক উপায়ে বেল এবং খুসের শরবতও প্রস্তুত করে।

শুধু মানুষের স্বাস্থ্যের দিকে নজর রাখা নয়, পতঞ্জলি আয়ুর্বেদ তার পণ্য দিয়ে রাষ্ট্রের সেবাও করে। কীভাবে? পতঞ্জলি এই পণ্যগুলি থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ সমাজের কল্যাণে ব্যয় করে। পতঞ্জলি আয়ুর্বেদ, গোলাপের শরবত ছাড়াও অন্যান্য পণ্য থেকে যা লাভ হয়, তার একটি অংশ গ্রামীণ ও আদিবাসী এলাকার দরিদ্র শিশুদের শিক্ষা প্রদানের জন্য ব্যবহৃত হয়। তাই, পতঞ্জলি আয়ুর্বেদের গোলাপের শরবতের প্রতিটি ফোঁটা রাষ্ট্র সেবার নিশ্চয়তা দেয়।