ইন্দোর: সংস্থার কর্মীদের ওপর কোনও প্রভাব পড়বে না, এই আশ্বাস আগেই দেওয়া হয়েছে পেটিএম-এর কর্মীদের। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকার পর থেকেই বেড়েছে দোলাচল। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লেনদেনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রাহকদের বলা হয়েছে, তারা যাতে আগামী ১৫ মার্চের মধ্যে অন্য ব্যাঙ্কে সরিয়ে নেয় তাদের অ্যাকাউন্ট। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, সংস্থার ভবিষ্যৎ কী? ইতিমধ্যেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন বিজয় শেখর শর্মা। এরপরই চাকরি হারানোর আশঙ্কায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক কর্মী।
সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, ৩৫ বছর বয়সী ওই কর্মী মধ্য প্রদেশের ইন্দোরের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই তিনি চাকরি হারানোর আশঙ্কায় অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা।
পুলিশ অফিসার তারেশ কুমার সানি জানিয়েছেন, মৃত কর্মীর নাম গৌরব গুপ্তা। পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরেই গৌরব আশঙ্কায় ছিলেন, সংস্থা বন্ধ করে দেওয়া হতে পারে। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি। গত রবিবার নিজের বাড়িতে আত্মঘাতী হন গৌরব। তবে তাঁর বাড়ি থেকে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ।
উল্লেখ্য, আরবিআই-এর নিয়ম লঙ্ঘন করার অভিযোগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে আরবিআই। পেটিএমকে আগেই সতর্ক করেছিল আরবিআই। তারপরও নিয়ম না মানায় কড়া পদক্ষেপ করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি লেনদেনের শেষ দিন বলে ঘোষণা করা হয়েছিল আগে। পরে গ্রাহকদের কথা ভেবে ১৫ মার্চ অবধি সেই সময়সীমা বাড়ানো হয়েছে। তারপর যাবতীয় লেনদেন বন্ধ হয়ে যাবে। গ্রাহকদের যাবতীয় আমানত তুলে নিতে বলা হয়েছে।