Maharashtra Plane Crash: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে নিয়ে ভেঙে পড়ল বিমান

Ajit Pawar: দুর্ঘটনার মুখে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান। জরুরি অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। অজিত পওয়ার গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পাহাড়ি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। কুয়াশার জেরে বিমানটি ভেঙে পড়ে। বিমানটিতে পাঁচ থেকে ছয়জন ছিলেন বলে জানা গিয়েছে।

Maharashtra Plane Crash: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে নিয়ে ভেঙে পড়ল বিমান

Jan 28, 2026 | 9:57 AM

মুম্বই: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ল তাঁর বিমান। বিমানে মোট ৬ জন ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা তীব্র আওয়াজ পেয়ে দৌড়ে আসেন। দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়। অজিত পওয়ারের শারীরিক অবস্থা নিয়ে এখনও স্পষ্ট কোনও বিবৃতি দেওয়া হয়নি প্রশাসনের তরফে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বুধবার বারামতীতে চারটি সভা ছিল। জেলা পরিষদ নির্বাচনের প্রচার করার কথা ছিল তাঁর। এদিন সকালে ওই ছোট বিমানে অজিত পওয়ার ও তাঁর দেহরক্ষীরা ছিলেন বলে জানা গিয়েছে। বারামতীর কাছে দৃশ্যমানতা কম ছিল। সেজন্য জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। তখনই বিমানটি ভেঙে পড়ে। তারপর আগুন ধরে যায়। বিকট শব্দ পেয়ে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস স্থানীয় হাসপাতালে যোগাযোগ করেছেন। শরদ পওয়ারও খোঁজ খবর নিয়েছেন। প্রশাসনের তরফে অজিত পওয়ারের শারীরিক অবস্থা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে স্থানীয় সূত্রে খবর, গুরুতর জখম হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। দুর্ঘটনার খবর পেয়েই বারামতীর উদ্দেশে রওনা দিয়েছেন অজিত পওয়ারের স্ত্রী ও পুত্র। এমনকী, শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেও রওনা দিয়েছেন।

এদিন সকাল ৮টা নাগাদ বিমানটি মুম্বই থেকে রওনা দিয়েছিল। ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর একাধিক ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানটি ভেঙে পড়ার পর টুকরো হয়ে যায়। গতকালই মুম্বইয়ে ক্যাবিনেট বৈঠকে অংশগ্রহণ করেছিলেন পওয়ার। তারপর এদিন জেলা পরিষদ নির্বাচনে প্রচারে যাচ্ছিলেন।