Air India: ছবিটাই রয়ে গেল শুধু… ‘নববধূ’ খুশবুর অপেক্ষায় ছিলেন স্বামী

Plane Crash: গুজরাতের বালোতোরের আরাবা গ্রামের বাসিন্দা খুশবু। স্বামী মনফুল সিং থাকেন লন্ডনে। তাঁর কাছেই যাচ্ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসেই বিয়ে হয় খুশবুর।

Air India: ছবিটাই রয়ে গেল শুধু... নববধূ খুশবুর অপেক্ষায় ছিলেন স্বামী

Jun 13, 2025 | 12:58 AM

আহমেদাবাদ: পা থেকে মাথা পর্যন্ত পুড়ে গিয়েছে। পোড়া গন্ধে টেকা যাচ্ছে না হাসপাতালে। এদিক ওদিক ছড়িয়ে আছে বিমানের টুকরো। কারও দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কারও কারও দেহের বেশিরভাগ অংশই জ্বলে-পুড়ে গিয়েছে, প্রাণ থাকা আশাটুকুও নেই। এমনই ছিল আহমেদাবাদের মেঘানিনগরের দৃশ্য। আর সেই পোড়া স্তূপের নীচেই শেষ হয়ে গেল অনেক গল্প, অনেক অপেক্ষা। ঠিক যেমন খুশবু রাজপুরোহিত। পৃথিবীর অপর প্রান্তে তার স্বামীর অপেক্ষা কোনওদিনও শেষ হবে না আর।

গুজরাতের বালোতোরের আরাবা গ্রামের বাসিন্দা খুশবু। স্বামী মনফুল সিং থাকেন লন্ডনে। তাঁর কাছেই যাচ্ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসেই বিয়ে হয় খুশবুর। বিয়ের পর এটাই ছিল তাঁর প্রথম লন্ডন সফর। চোখে ছিল একরাশ স্বপ্ন।

লন্ডনের বুকে স্বামী মনফুল ছিলেন অপেক্ষায়। একটা সুন্দর সংসার গড়বেন তাঁরা, ভাবনা ছিল এটাই। মনফুল সিং লন্ডনের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। সেখানেই যাচ্ছিলেন খুশবু। কিন্তু ভয়াবহ দুর্ঘটনায় সব স্বপ্ন ভেঙে চুরমার।

বৃহস্পতিবার সকালে খুশবুর বাবা নিজে আহমেদাবাদ বিমানবন্দরে ছাড়তে যান মেয়েকে। ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। বাবার সঙ্গে এয়ারপোর্টে তোলা খুশবুর শেষ ছবিটা প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।

কিন্তু বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই দুঃস্বপ্নেক মতো আসে খবরটা। লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান ভেঙে পড়ে ৬২৫ ফুট উপর থেকে।