Samatha Kumbh: নদী পুজোয় ভিক্ষা উৎসর্গ চিন্না জিয়ার স্বামীর, মহা সমারোহে পালিত হল সামাথা কুম্ভের সপ্তম দিন

Statue Of Equality: প্লাবোৎসভম শব্দটি এসেছে প্লাভা থেকে, যার অর্থ হল নৌকা। এই প্রার্থনা অনুষ্ঠানে একটি নৌকায় ১৮ জন পুজারি বসে দেবতার উদ্দেশ্য়ে পুজো-প্রার্থনা উৎসর্গ করেন।

Samatha Kumbh: নদী পুজোয় ভিক্ষা উৎসর্গ চিন্না জিয়ার স্বামীর, মহা সমারোহে পালিত হল সামাথা কুম্ভের সপ্তম দিন
সামাথা কুম্ভের অনুষ্ঠান।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 8:37 AM

হায়দরাবাদ: মহা সমারোহের সঙ্গে পালিত হল সামাথা কুম্ভের সপ্তম দিনও। অন্ধ্র প্রদেশের রাঙ্গা রেড্ডি জেলার শামসাবাদ, মুচিন্তলে পালিত হচ্ছে সামাথা কুম্ভ (Samatha Kumbh)। স্ট্যাচু অব ইক্যুয়ালিটির (Statue of Equality) বর্ষপূর্তি উপলক্ষেই এই বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার দিনভর ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সামাথা কুম্ভে যোগ দিতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ভক্তরা।

দিনের শুরুতে বিশ্বোকসেনার পুজো করা হয় এবং পূণ্যহভন করা হয়। এরপরে দুপুর সাড়ে ৪টেয় তেপোৎসভম বা প্লাবোৎসভম উদযাপিত হয়। উল্লেখ্য, প্লাবোৎসভম শব্দটি এসেছে প্লাভা থেকে, যার অর্থ হল নৌকা। এই প্রার্থনা অনুষ্ঠানে একটি নৌকায় ১৮ জন পুজারি বসে দেবতার উদ্দেশ্য়ে পুজো-প্রার্থনা উৎসর্গ করেন।

প্লাবোৎভসম হোমামে বিরাজানাদি জ্বালানো হয় এবং দেবতার উৎসর্গে নানা জিনিস উৎসর্গ করা হয়। নদী পুজোয় শ্রী চিন্না জিয়ার স্বামী ভাসমান ভেলায় ভিক্ষা উৎসর্গ করেন। এরপরে বৈদিক মন্ত্রোচ্চারণ ও ঈশ্বরের নামে গান গাওয়া হয়।

সাধারণত প্লাবোৎসভমে কেবলমাত্র একটি দেবতার মূর্তিতেই পুজো দেওয়া হয়, কিন্তু সামাথা কুম্ভ ব্রাহ্মোৎসভমে একসঙ্গে ১৮টি দেবতাকে পুজো করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অবধি ব্রাহ্মোৎসভম পালিত হবে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি নানা ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

সামাথা কুম্ভের নামকরণ হয়েছে সামাথা মূর্তির নামানুসারে। স্ট্যাচু অব ইক্যুয়ালিটি বা সামাথা হল হল শ্রী রামানুচার্যের চিরন্তন অবদানের প্রতীক। শ্রী রামানুচার্য হলেন একজন বৈদিক দার্শনিক, সমাজ সংস্কারক যিনি গোটা বিশ্বে বৈদিক রীতি-নীতির প্রচার করেছিলেন।