নয়া দিল্লি: কৃষকরাই দেশের উন্নয়নের ভিত্তি। তাঁদের হাত ধরেই দেশের অগ্রগতির ধারা বহমান। বৃহস্পতিবার চৌরি-চৌরার শতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, “দেশের উন্নয়নের কাণ্ডারী কৃষকরা। চৌরি-চৌরাতেও তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত ছ’বছরে কৃষকদের আত্মনির্ভর করতে সবরকম প্রয়াস করা হয়েছে। তারই ফল স্বরূপ, অতিমারির সময়ও কৃষিক্ষেত্রে উন্নতির ধারা অব্যাহত।”
করোনা আবহে কৃষিক্ষেত্রের অগ্রগতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “অতিমারির সময়ও রেকর্ড উৎপাদন হয়েছে কৃষিক্ষেত্রে। কৃষকরা আরও যত আত্মশক্তিতে বলিয়ান হবেন ততই ভাল। মাণ্ডিগুলি কৃষকদের এগিয়ে যেতে সাহায্য করে। তাই আরও ১ হাজার মাণ্ডিকে eNam-এ যুক্ত করা হচ্ছে। কৃষকরা নিজেদের ফসল যে কোনও জায়গায় বিক্রি করতে পারবেন।” একইসঙ্গে করোনার আবহে এই অর্থবর্ষের বাজেটে সাধারণ মানুষের কথা ভেবে কোনও কর বসানো হয়নি, সে কথাও প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্যে উঠে আসে।
We have taken several steps in the interest of farmers. To make mandis profitable for farmers, 1,000 more mandis will be linked to e-NAM: Prime Minister Narendra Modi https://t.co/kDkapLGKuU
— ANI (@ANI) February 4, 2021
We have to pledge that the unity of the country is our priority and its respect above everything. With this feeling, we have to move forward along with each and every people of India: PM Modi at inauguration of Chauri Chaura Centenary Celebrations via video conferencing. pic.twitter.com/6Pj927724B
— ANI (@ANI) February 4, 2021
উত্তর প্রদেশের গোরক্ষপুরের চৌরি-চৌরা। ভারতের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে এই নাম। সেই দিনকে স্মরণ করে বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সে চৌরি-চৌরার শতবর্ষ উপলক্ষে ডাক টিকিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।