AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: কোন পথে ঘুরে দাঁড়াবে অর্থনীতি! ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে আজ ভাষণ মোদীর

PM Modi: ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের দাভোস অ্যাজেন্ডায় সোমবার বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র- প্রধানরা ভার্চুয়ালি যোগ দেবেন। সেখানেই বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী।

PM Modi: কোন পথে ঘুরে দাঁড়াবে অর্থনীতি! ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে আজ ভাষণ মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jan 17, 2022 | 12:42 PM
Share

নয়া দিল্লি : ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের (World Economic Forum) দাভোস অ্যাজেন্ডায় (Davos Agenda) সোমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ দিন রাত সাড়ে আটটায় ভার্চুয়াল মাধ্যমে সেই সভায় অংশ নেবেন তিনি। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখবেন মোদী। সোমবার থেকেই শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বিশেষ আলোচনা সভা ‘দাভোস অ্যাজেন্ডা’। সম্পূর্ণ ভার্চুয়ালি হবে সেই সভা। ১৭ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এই দাভোস অ্যাজেন্ডা। সেই আলোচনা সভায় অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা। সেখানে প্রথম দিনই বিশেষ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ওয়েবসাইটে ও সোশ্যাল মিডিয়া চ্যানেলে শোনা যাবে সেই সভার ভাষণ। এই নিয়ে পরপর দু বছর করোনা পরিস্থিতির জেরে ভার্চুয়াল মাধ্যমেই সভা করতে হচ্ছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামকে। চলতি বছরের শেষে রয়েছে ফোরামের বার্ষিক সভা। ২০২২-এ বিশ্বের অর্থনীতি কোন দিকে এগোবে, সেই বিষয়েই বক্তব্য রাখবেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা।

দাভোস অ্যাজেন্ডায় ভার্চুয়ালি যোগ দেবেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুয়া ভন ডের লেইয়েন, ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ ছাড়া বিশ্বের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পপতিও অংশ নেবেন এই আলোচনা সভায়। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন বলে জানা গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়াসিস, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিশেষ দূত জন এফ কেরি, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্দে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর এনগোজি ওকোনজো-আইউইয়ালাও এই আলোচনাসভায় যোগ দেবেন বলে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের তরফ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন : Centre to SC on COVID Vaccination: ‘জোর করে কাউকে করোনা টিকা দেওয়া যায় না’, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

বর্তমানে করোনা পরিস্থিতির জেরে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সমতা নষ্ট হয়েছে বলে মনে করছেন ফোরামের আধিকারিকরা। সব দেশের নাগরিকরা সমানভাবে ভ্যাকসিন পাননি, এটা নিয়ে সমস্যা তো রয়েছেই। পাশাপাশি, করোনাভাইরাসের নতুন স্ট্রেন সারা বিশ্বে আর্থিক ব্যবস্থাকে ঘুরে দাঁড়াতে বাধা দিচ্ছে বলেও মনে করছেন তাঁরা। করোনা সংক্রমণ, টিকাকরণ, বিশ্বের আর্থিক অবস্থা, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই আলোচনা হবে বলে জানানো হয়েছে। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের আশা, এ বছরই করোনা পরিস্থিতি শেষ হবে। বিশ্ব জুড়ে যে সব সমস্যা তৈরি হয়েছে, আলোচনার মাধ্যমে সেই সব সমস্যার সমাধানের পথ খুঁজে বের করাই উদ্দেশ্য ফোরামের।

আরও পড়ুন : EC Meeting on Punjab Polls: চন্নির আর্জিতে সাড়া, পঞ্জাবের ভোট পিছোনো নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন