PM Narendra Modi: আরতি করলেন প্রধানমন্ত্রী, ইগাস উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা নমোর
PM Narendra Modi: উত্তরাখণ্ডে খুব ধুমধাম করে ইগাস উৎসব পালন করা হয়। দীপাবলির ১১ দিন পর হয় এই উৎসব। একে বুধি দিওয়ালিও বলা হয়। সোমবার বিজেপি সাংসদ অনিল বালুনির বাসভবনে প্রধানমন্ত্রীর মাথায় ছিল উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি।
নয়াদিল্লি: ইগাস উৎসব উদযাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লিতে বিজেপি সাংসদ অনিল বালুনি বাসভবনে ইগাস উৎসবে অংশ নেন প্রধানমন্ত্রী। বিজেপি সাংসদের বাসভবনে উপস্থিত সাধু-সন্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই উৎসব উপলক্ষে উত্তরাখণ্ড-সহ দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। গতকাল বিজেপি সাংসদের বাসভবনে এই উৎসবে যোগগুরু রামদেবকেও দেখা যায়।
উত্তরাখণ্ডে খুব ধুমধাম করে ইগাস উৎসব পালন করা হয়। দীপাবলির ১১ দিন পর হয় এই উৎসব। একে বুধি দিওয়ালিও বলা হয়। সোমবার বিজেপি সাংসদ অনিল বালুনির বাসভবনে প্রধানমন্ত্রীর মাথায় ছিল উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি। ইগাস উৎসব উপলক্ষে তুলসী গাছ পুজো করেন মোদী। আরতি করেন।
उत्तराखंड के मेरे परिवारजनों सहित सभी देशवासियों को इगास पर्व की बहुत-बहुत बधाई! दिल्ली में आज मुझे भी उत्तराखंड से लोकसभा सांसद अनिल बलूनी जी के यहां इस त्योहार में शामिल होने का सौभाग्य मिला। मेरी कामना है कि यह पर्व हर किसी के जीवन में सुख-समृद्धि और खुशहाली लाए।@anil_baluni pic.twitter.com/KERvqmB6eA
— Narendra Modi (@narendramodi) November 11, 2024
বিজেপি সাংসদের বাড়িতে ইগাস উৎসব উদযাপনের কয়েকটি ছবি দিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “উত্তরাখণ্ডে আমার পরিবারের সকল সদস্য-সহ দেশবাসীকে ইগাস উৎসবের শুভেচ্ছা। উত্তরাখণ্ডের বিজেপি সাংসদ অনিল বালুনির দিল্লির বাসভবনে এই উৎসবে যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছিল। এই উৎসব সবার জীবনে সুখ-সমৃদ্ধি বয়ে আনুক।”
ইগাস উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এক বার্তায় তিনি বলেন, “আমাদের লোকসংস্কৃতি ও ঐতিহ্য দেবভূমির পরিচয়। লোকসংস্কৃতি যেকোনও রাজ্যের আত্মা। তার মধ্যে রয়েছে ইগাস উৎসবও।”