PM Modi: দেশবাসীকে দীপবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Nov 04, 2021 | 9:15 AM

Narendra Modi, Diwali 2021, তাই আগেভাগেই পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী। গতকাল, ৩ নভেম্বর দুপুরে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi: দেশবাসীকে দীপবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ইকোনমিক করিডর ছাড়াও দেরাদুনে ৭ টি নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্য বদ্রীনাথ ধামের যাত্রপথে ধস বিরোধী একটি প্রকল্পও রয়েছে বলেই জানা গিয়েছে। ৫৮ নম্বর জাতীয় সড়কে লাম্বাগড়, সাকানিধর, শ্রীনগর এবং দেবপ্রয়াগে ধস প্রতিরোধের জন্য এই নির্মাণ করা হয়েছে। ছবি: ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ভারতে সাড়ম্বরে পালিত হয় দীপাবলি (Diwali 2021)। এই আলোর উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। নিজের শুভেচ্ছা বার্তায় সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলের উন্নতি ও সুন্দর ভবিষ্যত কামনা করেছেন প্রধানমন্ত্রী।

আজ দীপাবলি দিন টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, “দীপাবলির এই শুভদিন উপলক্ষে দেশবাসীকে জানাই শুভেচ্ছা। এই আলোর উত্সব আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক এই কামনা করি। সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা।”

প্রত্যেক বছরের মত, এবারও উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিতে দুর্গম অঞ্চলে কর্মরত সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে এই বছর জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) নিয়ন্ত্রন রেখার নিকট অবস্থিত রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে (Nausera sector) সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতর সরকারিভাবে এই কর্মসূচির কথা এখনও ঘোষণা করেনি। তবে এই বিশেষ দিনে সেনা বাহিনীর সঙ্গে তিনি সময় কাটালে সেনা বাহিনীর মনোবল বাড়বে বলেই মনে করছেন অনেকে। আগেও ২০১৯ সালে রাজৌরি এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবারও তিনি সেনা ও জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন।

করোনা (Corona Virus) আবহে এই উৎসব পালন নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকার। তারমধ্যে দেশের বেশ কিছু জেলায় টিকাকরণের হার সন্তোষজনক নয়। তাই আগেভাগেই পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী। গতকাল, ৩ নভেম্বর দুপুরে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের বৈঠকে দেশের ৪০ জেলার জেলাশাসকদের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্দভ ঠাকরে, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন, অসমের হেমন্ত বিশ্বকর্মার মত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

করোনা টিকাকরণের (Covid Vaccination) হার বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী। আত্মতুষ্টির যে কোনও জায়গা নেই সেই কথা মনে করিয়ে দিয়েই তিনি বলেন, “একদিনে আড়াই কোটি করোনা টিকা দিয়ে আমরা পুরো বিশ্বকে আমদের ক্ষমতা দেখিয়ে দিয়েছি। ইতিমধ্যেই ১০০ কোটি করোনা টিকাকরণের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে দেশ। এই বিপুল মাত্রায় টিকাকরণ হলেও কোনও রকমের ঢিলেমি দেওয়ার যায়গা নেই। আমাদেকর লক্ষ্যে দেশের সকলকে বিনামূল্যে টিকা দেওয়া। টিকাকরণের বর্তমান সংখ্যা দেখে ঢিলেমি দিলে বড় বিপদ আসার প্রবল সম্ভবানা। বড় ধাক্কা আমাদের মত বিশাল জনসংখ্যার দেশ সামলাতে পারবে না।” ২০১৪ সালের লোকসভা ভোটের সময় স্লোগান উঠেছিল “হর হর মোদী, ঘর ঘর মোদী”, সেই ঢঙেই এদিন প্রধানমন্ত্রী বলেন আমদের লক্ষ্য “হর ঘর টিকা, ঘর ঘর টিকা।”

আরও পড়ুন সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Next Article