PM Modi: ‘বীর বাল দিবসে’ গুরু গোবিন্দ সিংয়ের ছেলেদের সম্মান জ্ঞাপন মোদীর

PM Modi: সোমবার 'বীর বাল দিবস' পালনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন টুইটে সম্মানও জানান।

PM Modi: 'বীর বাল দিবসে' গুরু গোবিন্দ সিংয়ের ছেলেদের সম্মান জ্ঞাপন মোদীর
ছবি সৌজন্যে: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 2:51 PM

নয়া দিল্লি: সোমবার ‘বীর বাল দিবসে’ অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। এই অনুষ্ঠান থেকে গুরু গোবিন্দ সিংয়ের দুই ছেলে জ়োরাওয়ার সিং ও ফাতেহ সিংয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। নিজেদের ধর্মের প্রতি বিশ্বাস রক্ষার্থে প্রাণ দিয়েছিলেন গুরু গোবিন্দ সিংয়ের এই দুই পুত্র। শিখ সম্প্রদায় এই দিনটিকে ‘বীর বাল দিবস’ (Veer Baal Diwas) হিসেবে পালন করে থাকে। আজ রাজধানীর মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে এই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী।

সংবাদ সংস্থা অনুযায়ী, এ দিন প্রায় ৩০০ জন বাল কীর্তনিয়া ‘শাবাদ কীর্তন’ করে। সেই কীর্তনে যোগ দেন মোদী। এদিকে সকালেই প্রধানমন্ত্রী টুইট করে এই দিনটিকে স্মরণ করেন। তিনি টুইটে লেখেন, ‘বীর বাল দিবসে আমরা সাহেবজ়াদেস ও মাতা গুজরি জির সাহসিকতাকে স্মরণ করি। গুরু গোবিন্দ সিংয়ের সাহসিকতাকেও স্মরণ করি।’ এই অনুষ্ঠানে যোগ দিয়ে সাহেবজ়াদের ত্যাগকে সম্মান জানানোর জন্য জন্য ভারতীয় জনতা পার্টি নেতা আরপি সিং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ দিকে এই অনুষ্ঠানে উপস্থিত এক অংশগ্রহণকারী জানিয়েছেন, সাহেবজ়াদেদের ত্যাগকে মোদী সম্মান জানানোর জন্য তাঁরা খুব খুশি হয়েছেন। তিনি সংবাদ সংস্থা এএনআই-তে জানিয়েছেন, “সাহেবজাদা বাবা জ়োরওয়ার সিং জি এবং সাহেবজাদা বাবা ফতেহ সিং জি-এর আত্মত্যাগকে আজ সম্মান জানানো হচ্ছে। আগামী বছর থেকে এই দিনে ছুটি ঘোষণা করতে হবে।”

এদিকে গতকালই শিরোমণি গুরদ্বারা পরবন্ধক কমিটি প্রধান হরজিন্দর সিং ধামি শিখ সম্প্রদায়কে এই দিনটি ‘বীর বাল দিবস’-র পরিবর্তে ‘সাহেবজ়াদে শাহাদাত দিবস’ হিসেবে পালন করার কথা বলেন। তিনি বলেন, “যদি সরকার সাহেবজাদেদের প্রতি সত্য়িই সম্মান জানাতে চান তাহলে তা ‘সাহেবজাদে শাহাদাত দিবস’ হিসেবে পালন করতে কী অসুবিধা রয়েছে?” উল্লেখ্য, এ বছর ৯ জানুয়ারি গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকীতে ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’ হিসেবে পালন করার জন্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর আজ তিনি নিজে এই দিনের অনুষ্ঠানে যোগ দিলেন।