
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়। এমনকি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে লড়াইয়ের যাতে শান্তিপূর্ণ সমাধান হয়, তা নিয়েও মোদী ও ফ্রেডেরিকসেন আলোচনা করেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) দ্রুত যাতে সম্পন্ন হয়, তা নিয়ে সমর্থনের বার্তা দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী।
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে উদ্যোগী ভারত ও ডেনমার্ক। এদিন দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বাণিজ্য-সহ নানা ইস্যুতে কথা বলেন। বিদ্যুৎ, খাদ্য প্রক্রিয়াকরণ-সহ নানা বিষয়ে কথা হয় তাঁদের। ডেনমার্কের ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সভাপতিত্বের জন্য ফ্রেডেরিকসেনকে অভিনন্দন জানান মোদী। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার জন্যও ডেনমার্কের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
আন্তর্জাতিক একাধিক ইস্যুতেও তাঁদের আলোচনা হয়। রাশিয়া ও ইউক্রেনের লড়াইয়ের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে দুই রাষ্ট্রনেতাই। এদিকে,ফ্রেডেরিকসেন মোদীকে জানিয়েছেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যাতে মুক্ত বাণিজ্য় চুক্তি দ্রুত সম্পন্ন হয়, সেজন্য ডেনমার্ক সহযোগিতা করবে।
প্রসঙ্গত, আগামিকাল (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। নিজের জন্মদিনে মধ্যপ্রদেশে সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি। জন্মদিনের একদিন আগেও নানা ব্যস্ততায় দিন কাটল প্রধানমন্ত্রীর।