Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: মিশর সফর ছিল ‘ঐতিহাসিক’, কায়রো ছাড়ার মুহূর্তে টুইট প্রধানমন্ত্রী মোদীর

PM Modi in Giza Pyramids: নরেন্দ্র মোদী কায়রো ছাড়ার আগে মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলির সঙ্গে বিশ্বখ্যাত গিজা পিরামিড পরিদর্শনেও যান। সেই ছবি টুইটারে পোস্টও করে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

PM Narendra Modi: মিশর সফর ছিল 'ঐতিহাসিক', কায়রো ছাড়ার মুহূর্তে টুইট প্রধানমন্ত্রী মোদীর
মিশরের প্রধানমন্ত্রীর সঙ্গে গিজা পিরামিড পরিদর্শন প্রধানমন্ত্রী মোদীর।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 8:35 PM

নয়া দিল্লি: দু-দিনের মিশর (Egypt) সফর সম্পূর্ণ করে রবিবার সন্ধ্যায় কায়রো থেকে নয়া দিল্লি ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মিশরের মাটি ছাড়ার আগেই এই সফরকে ‘ঐতিহাসিক’ (historic one) বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর এই সফরের মধ্য দিয়ে ‘ভারত-মিশর দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত হয়েছে এবং এর মধ্য দিয়ে দেশবাসী উপকৃত হবে’ বলেও টুইটারে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিশর সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে তাৎপর্যপূর্ণ নয়, দেশের জন্যও ‘বড় সম্মান’ বলে জানিয়েছেন মোদী মন্ত্রিসভার অন্যতম সদস্য নির্মলা সীতারমণ। প্রেসিডেন্ট আব্দেল ফতেহ আল-সিসি থেকে মিশরবাসীর থেকে যে অভ্যর্থনা পেয়েছেন, সেটায় অভিভূত বলেও টুইটারে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন নরেন্দ্র মোদী কায়রো ছাড়ার আগে মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলির সঙ্গে বিশ্বখ্যাত গিজা পিরামিড পরিদর্শনেও যান। মিশরের প্রধানমন্ত্রীর সঙ্গে গিজা পিরামিড পরিদর্শনের ছবি টুইটারে পোস্টও করে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কেবল ইতিহাস ঘুরে দেখা নয়, ভারতের সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে মিশরের সংযোগ কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সেটা নিয়ে মাদবাউলির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

এদিন সকালে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ আল-সিসির সঙ্গে একপ্রস্থ বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে ভারত-মিশর কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদী শনিবার মিশর সফরে যান। স্বাভাবিকভাবেই দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।