AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: দিল্লিবাসী যে জল পান করেন, তিনিও তাই…, হঠাৎ কেন বললেন মোদী?

PM Modi: প্রধানমন্ত্রী বলেন, "হরিয়ানার মানুষের বিরুদ্ধে একটি ন্যক্কারজনক অভিযোগ করেছেন দিল্লির এক প্রাক্তন মুখ্যমন্ত্রী। হারার ভয়ে আপদের লোকজন এরকম করছেন। হরিয়ানার মানুষের আত্মীয়-পরিজনরা কি দিল্লিতে থাকেন না? নিজেদের আত্মীয় যে জল পান করেন সেখানে কি হরিয়ানার মানুষ বিষ মেশাবেন?"

PM Modi: দিল্লিবাসী যে জল পান করেন, তিনিও তাই..., হঠাৎ কেন বললেন মোদী?
দিল্লিতে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী
| Updated on: Jan 29, 2025 | 6:22 PM
Share

নয়াদিল্লি: যমুনা নদীর জলে বিষ মেশানোর অভিযোগকে কেন্দ্র করে বিজেপির নিশানায় অরবিন্দ কেজরীবাল। এবার আম আদমি পার্টির সুপ্রিমোকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে নির্বাচনী প্রচারে কেজরীবালকে আক্রমণ করে মোদী বলেন, “ন্যক্কারজনক এই অভিযোগ সমগ্র দেশের মানুষের কাছে অপমানজনক।” দিল্লির মানুষ কেজরীবালকে নির্বাচনে শিক্ষা দেবেন বলে মন্তব্য করেন মোদী।

সোমবার কেজরীবাল দাবি করেছিলেন, যমুনার জলে বিষ মিশিয়েছে বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানা সরকার। যমুনার ওই জল দিল্লিতে আসে। দিল্লি জল বোর্ড পদক্ষেপ না করলে অনেক মানুষের মৃত্যু হত বলে তিনি দাবি করেন।

কেজরীবালের এই অভিযোগ নিয়ে সোমবার দিল্লির কারতারনগরে একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “হরিয়ানার মানুষের বিরুদ্ধে একটি ন্যক্কারজনক অভিযোগ করেছেন দিল্লির এক প্রাক্তন মুখ্যমন্ত্রী। হারার ভয়ে আপদের লোকজন এরকম করছেন। হরিয়ানার মানুষের আত্মীয়-পরিজনরা কি দিল্লিতে থাকেন না? নিজেদের আত্মীয় যে জল পান করেন সেখানে কি হরিয়ানার মানুষ বিষ মেশাবেন? হরিয়ানা থেকে যে জল আসে, তা দিল্লির সব মানুষ পান করেন। তার মধ্যে এই প্রধানমন্ত্রীও একজন।”

এখানেই না থেমে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশে কাউকে পানীয় জল দেওয়ার বিষয়কে ভাল কাজ হিসেবে দেখা হয়। সেখানে এই অভিযোগ শুধু হরিয়ানাবাসীর জন্য অপমানজনক নয়, সমগ্র ভারতবাসীর জন্য অপমানজনক। আমি নিশ্চিত যাঁরা এমন মন্তব্য করেছেন, তাঁদের শিক্ষা দেবেন দিল্লির মানুষ।”

কেজরীবালের এই মন্তব্যের বিরোধিতা করে গতকালই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযোগ জানায় কংগ্রেসও। অভিযোগ পাওয়ার পরই কেজরীবালকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাত আটটার মধ্যে তাঁর অভিযোগের প্রমাণ দিতে আপ সুপ্রিমোকে বলা হয়েছে।

গতকাল কেজরীবালের সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, “জয় ও পরাজয় নির্বাচনের অঙ্গ। কিন্তু, কেজরীবালজি নিষ্পাপ মুখ করে অভিযোগ করলেন, যমুনার জলে বিষ মিশিয়েছে হরিয়ানা সরকার। দিল্লিবাসীকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করলেন। এর থেকে নোংরা রাজনীতি হতে পারে না।”