Mehul Choksi Arrested: প্রত্যাপর্ণ এড়াতে ছক কষেছিলেন চোক্সী! সুইজ়ারল্যান্ড যাওয়ার আগেই ধরে ফেলল পুলিশ
Mehul Choksi Arrested: সূত্রের খবর, এই গ্রেফতারির ব্যাপারে কিন্তু টের পেয়ে গিয়েছিলেন চোক্সী নিজেও। তিনি ক্যানসার আক্রান্ত। সেই সূত্র ধরেই সুইজ়ারল্যান্ডের একটি ক্যানসার ফেসিলিটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থাও করে ফেলেছিলেন।

বেলজিয়াম: তিনি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা তছরূপের মামলায় অভিযুক্ত। এবার সেই মেহুল চোক্সীকে হাতেনাতে ধরল পুলিশ। জানা গিয়েছে, ভারতের অনুরোধে চোক্সীকে গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিশ। তবে সেই ‘ঘেরাটোপ’ থেকেও এখন পালাতে চাইছেন তিনি। ইতিমধ্যে মেহুলের জামিনের জন্য তার শারীরিক অবনতিকেই হাতিয়ার করতে চলেছে আইনজীবীরা। এমনকি, তাহাউরের মতো যাতে তাকে নয়াদিল্লিতে টেনে না আনা যায় সেই পথ রুখতে নিজের দেহে থাকা ক্যানসারকেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারেন মেহুল চোক্সী।
ইডি সূত্রে জানা গিয়েছে, চোক্সী নিজের ভারত ও অ্যান্টিগুয়ার নাগরিকত্ব ত্যাগ না করেই বেলজিয়াম কর্তৃপক্ষের কাছে পরিবার নাগরিকত্ব (F Residence) কার্ডের জন্য আবেদন করেন। যা তিনি পেয়েও গিয়েছেন। এরপরই ভারতীয় গুপ্তচররা যখন বুঝতে পারে, চোক্সী নিজের এফ রেসিডেন্স কার্ডকে এফ প্লাস রেসিডেন্স কার্ডে পরিণত করতে চলেছেন, যার ফলে তাকে দেশে প্রত্যাপর্ণ করানোর পথ একেবারে বন্ধ হয়ে যাবে। তখনই বেলজিয়াম প্রশাসনকে অনুরোধের মাধ্যমে চোক্সীকে গ্রেফতার করানো হয়।
সূত্রের খবর, এই গ্রেফতারির ব্যাপারে কিন্তু টের পেয়ে গিয়েছিলেন চোক্সী নিজেও। তিনি ক্যানসার আক্রান্ত। সেই সূত্র ধরেই সুইজ়ারল্যান্ডের একটি ক্যানসার ফেসিলিটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থাও করে ফেলেছিলেন। কিন্তু বেলজিয়াম ছাড়ার আগেই তাকে গ্রেফতার করায় ভারত।
চোক্সীর গ্রেফতারি প্রসঙ্গে তার আইনজীবী বিজয় আগরওয়াল জানিয়েছেন, ‘আমার মক্কেলকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। আপাতত উনি হেফাজতেই রয়েছেন। তার জামিনের জন্য আমরা আদালতে আর্জি জানাব। তার শারীরিক অবস্থা ভাল না। সেই ভিত্তিতেই ওনার জামিন আর্জি জানানো হবে।’





