
নয়াদিল্লি: বৃহস্পতি থেকে রাহুলের বিরুদ্ধে আসর সাজিয়েছে কমিশন। কোন ভিত্তিতে দেশের একমাত্র নির্বাচনী কাঠামোর বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ করলেন, সেই নিয়ে ইতিমধ্য়ে দু’দফায় বিরোধী দলনেতাকে হলফনামা জমা দিতে বলেছে তারা।
এবার রাহুলের কাছে তাঁর তোলা ভোট কারচুপি অভিযোগের সপক্ষে নথি-প্রমাণ চেয়ে বসল সরাসরি কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দেশের বিরোধী দলনেতা একটি চিঠি পাঠিয়ে তারা জানতে চেয়েছে, কারা ভুয়ো ভোটার কার্ড ব্যবহার করে দু’বার করে ভোট দিয়েছেন?
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধী ‘নির্বাচন কমিশনের তথ্য’ তুলে ধরে দাবি করেছিলেন শকুন রানি নামে এক ভোটার দু’বার করে ভোট দিয়েছেন। রবিবার সেই মর্মেই কংগ্রেস নেতাকে চিঠি পাঠিয়েছে কর্নাটকের সিইও দফতর। সেই চিঠিতে তারা বলেছে, “কোন ভিত্তিতে আপনি শকুন রানি বা তার মতো একাধিক ভোটারের বিরুদ্ধে দু’বার করে ভোট দেওয়ার অভিযোগ তুললেন, সেই মর্মে প্রয়োজনীয় নথি-প্রমাণ প্রদান করুন। কমিশন সেই নথির ভিত্তিতে গোটা বিষয়টা তদন্ত করে যাচাই চায়।”
উল্লেখ্য, রাহুলের সঙ্গে কমিশনের সংঘাত এখন চরমে। বৃহস্পতিবারের ওই সাংবাদিক বৈঠকে রাহুল আরও দাবি করেছিলেন যে লোকসভা নির্বাচনের সময় কর্নাটকের মহাদেবপুর বিধানসভা কেন্দ্র থেকে যে সাড়ে ৬ লক্ষ ভোটার ভোট দিয়েছিলেন, তাদের মধ্যে ১ লক্ষ ভুয়ো।
তাঁর দাবি, কংগ্রেসের গোপন সার্চ কমিটি তদন্ত চালিয়ে জানতে পেরেছে যে ওই কেন্দ্রের ১১ হাজারের অধিক ভোটারের কার্ড ভুয়ো, ৪০ হাজারের কোনও অস্তিত্ব নেই, ১০ হাজার ভোটার কার্ড একই ঠিকানা ব্যবহার করছে এবং ৪ হাজারের ভোটার কার্ডে কোনও ছবিই নেই। আরও ৩৩ হাজার ভোটার নতুন ফর্ম ৬-এর অপব্যবহার করেছেন।