মোদীকে ‘লিজিয়ন অব মেরিট’ সম্মান ট্রাম্পের

Dec 22, 2020 | 10:58 AM

জানুয়ারিতেই হোয়াইট হাউজে প্রবেশ করবেন আমেরিকার আগামী প্রেসিডেন্ট জো বাইডেন। মেয়াদ শেষ হবে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের। শেষবেলায় বন্ধুকে সম্মান জানিয়ে বন্ধুত্বের রং আরও খানিকটা গভীর করলেন ট্রাম্প।

মোদীকে লিজিয়ন অব মেরিট সম্মান ট্রাম্পের
ফাইল ছবি।

Follow Us

ওয়াশিংটন: নরেন্দ্র মোদীকে ‘লিজিয়ন অব মেরিট’ পুরস্কারে সম্মানিত করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-আমেরিকার মধ্যে কৌশলগত উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিশ্বের দরবারে ভারতের শক্তিকে তুলে ধরার জন্যই ‘বন্ধু’ ট্রাম্প এই সম্মান জানান তাঁকে। আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাধু নরেন্দ্র মোদীর হয়ে এই সম্মান গ্রহণ করেন। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন হোয়াইট হাউসে তরণজিৎ সিং সাধুর হাতে এই সম্মান তুলে দেন।

ব্রায়েন টুইটারে লেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমেরিকা এবং ভারতের কৌশলগত উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকে লিজিয়ন অব মেরিটে সম্মানিত করা হল। ট্রাম্প এই সম্মান প্রদর্শন করলেন। লিজিয়ন অব মেরিট আমেরিকার অন্যতম সর্বোচ্চ সম্মান। কোনও দেশ বা সে দেশের প্রধানমন্ত্রীকে এই সম্মানে ভূষিত করা হয়।

আরও পড়ুন: কয়লা-কাণ্ডে কলকাতায় সিবিআই হানা, একাধিক ব্যবসায়ীর বাড়িতে শুরু তল্লাশি

জানুয়ারিতেই হোয়াইট হাউজে প্রবেশ করবেন আমেরিকার আগামী প্রেসিডেন্ট জো বাইডেন। মেয়াদ শেষ হবে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের। শেষবেলায় বন্ধুকে সম্মান জানিয়ে বন্ধুত্বের রং আরও খানিকটা গভীর করলেন ট্রাম্প। এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনদো আবেকে লিজিয়ন অব মেরিট সম্মানে ভূষিত করেছে আমেরিকা।

Next Article