
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ল আস্ত একটি বিমান। দেশের অন্যতম শিল্পপতিদের চাপিয়ে বড় বিপত্তির মুখে পড়ে প্রাইভেট জেটটি। তবে এই দুর্ঘটনায় কারওর প্রাণহানি বা সামান্য আহত হওয়ার মতোও কোন ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। নিরাপদ রয়েছেন যাত্রীরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ উত্তর প্রদেশের ফারুখবাদ এলাকায় অবস্থিত মহম্মদাবাদ বিমানঘাঁটি থেকে উড়ান নেয় ওই ব্যক্তিগত বিমানটি। কিন্তু উড়ানের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালকরা। ৪০০ মিটার এগোতেই আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে সেটি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ, দমকল, ছুটে আসেন খোদ জেলাশাসকও।
#WATCH | Uttar Pradesh: A private aircraft lost control while taking off from the runway in Farrukhabad and collapsed in bushes nearby. The two pilots and passengers are safe.
(Video Source: Police) pic.twitter.com/pWlZOl3rmG
— ANI (@ANI) October 9, 2025
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ইঞ্জিন বিশিষ্ট এই ব্যক্তিগত বিমানে চড়েছিলেন দেশের বিশিষ্টরা। গতকালই এই বিমান চড়ে মধ্য প্রদেশ থেকে উত্তর প্রদেশে এসেছিলেন তাঁরা। বৃহস্পতিবার আবার ফিরে যাচ্ছিলেন মধ্য প্রদেশেই। বিমানে সওয়ারী ছিলেন উডপিকার গ্রিন এগ্রি নিউট্রিপ্য়াড প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার কর্তা। উত্তর প্রদেশে কারখানা তৈরি সংক্রান্ত একটি কাজেই এসেছিলেন তিনি। এছাড়াও, তাঁর সঙ্গে ওই বিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআইয়ের এক কর্তা ও ওই সংশ্লিষ্ট সংস্থার বেশ কয়েক আধিকারিক।
মহম্মদাবাদের কোতয়ালির এসএইচও বিনোদ শুক্লা জানিয়েছেন, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানটির কোনও একটি চাকায় হাওয়া কম ছিল। যার জেরে রানওয়েতে উড়ানের নেওয়ার সময়ই নিয়ন্ত্রণ হারায় বিমানটি। তারপর আকাশে কিছুটা উড়তেই একেবারে আছড়ে পড়ে। অন্যদিকে জেলাশাসক আশুতোষ কুমারও দুর্ঘটনার নেপথ্যে প্রায় একই যুক্তিই দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘ওই প্রাইভেট জেটটিতে চেপে একটি নির্মীয়মান কারখানা পরিদর্শনে এসেছিলেন এক নামী সংস্থার কর্তা। বৃহস্পতিবার আবার ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু রানওয়েতে উড়ান নেওয়ার সময়েই যান্ত্রীক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। অবশ্য, যাত্রীদের কোনও রকম ক্ষতি হয়নি। তারা একেবারে নিরাপদ রয়েছেন।’