
নয়াদিল্লি: আগে সরেছে ‘মহাত্মা’, এবার সরাসরি ‘গান্ধী’। তার পরিবর্তে নিয়ে আসার প্রস্তাব ‘রামজি’। যা ঘিরে পারদ চড়ল সংসদের। শীতকালীন অধিবেশনের প্রায় শেষ পর্যায়ে এসে বিতর্ক বাঁধল মোদী সরকারের তৈরি নতুন বিল ঘিরে। মঙ্গলবার লোকসভায় জিরামজি বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারপরই তুমুল উত্তেজনা। সংসদ হল মুলতুবি।
কেন্দ্রের নতুন বিল নিয়ে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেস জমানায় তৈরি ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্পকে মোদী সরকার ‘মুছে দিতে চাইছে’ বলেই অভিযোগ করলেন তিনি। সাংসদের দাবি, মনরেগা প্রকল্পকে ‘দুর্বল’ করে দিতেই নতুন বিল নিয়ে আসছে কেন্দ্র। পাশাপাশি, মোদী সরকারের বিরুদ্ধে ‘নাম নিয়ে রাজনীতি’ করার অভিযোগ তোলেন তিনি। প্রিয়ঙ্কার দাবি, ‘এই নাম পরিবর্তনের জন্য তহবিল থেকে অনেক টাকা ব্যয় হয়। তারপরেও কেন ওরা এমনটা করে, সত্যিই জানি না।’ প্রিয়ঙ্কার সুরেই কেন্দ্রের নতুন বিল নিয়ে তোপ দেগেছেন শশী থারুরও। কেন্দ্রের কাছে ‘রামের নাম বদনাম’ না করার আর্জি জানিয়েছেন তিনি।
অবশ্য যতই প্রতিবাদ, আন্দোলনে, বিক্ষোভ চলুক না কেন ‘জিরামজি’ বিল পাশ হবে বলেই দাবি সংসদ বিষয়ক মন্ত্রী কিরের রিজিজুর। মঙ্গলবার তিনি বলেন, ‘বিরোধীরা বিক্ষোভ দেখাক, ওয়াক-আউট করুক, আমি বলে রাখছি, তারপরেও সমস্ত বাধা পেরিয়ে জনগণের স্বার্থে আমরা এই বিল পাশ করিয়ে ছাড়ব।’